adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন থেকে ১০ লাখ মানুষ পালিয়েছে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন থেকে ১০ লাখ মানুষ পালিয়ে গেছে। এসব শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এ তথ্য উল্লেখ করে জাতিসংঘ বলেছে, মাত্র সাত দিনে এই সংখ্যক মানুষের দেশত্যাগ হয়েছে।

গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।

বিবিসির লুইস গুডাল উল্লেখ করেছেন, ২০১৫ সালের শরণার্থী সংকটে দেশত্যাগ করা মানুষের সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার।

টুইটারে এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বন্দুক নামিয়ে রাখার অনুরোধ করেছেন, যাতে দেশে রয়ে যাওয়া লাখ লাখ মানুষকে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দেয়া যায়।

সংঘাত প্রায় এক কোটি ২০ লাখ মানুষকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করবে এবং ত্রাণের প্রয়োজন হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে সংস্থাটি ।

গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিন নির্দেশ দেওয়ার পর রুশ সেনারা প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে আসছে। এর জের ধরে পশ্চিমা বিভিন্ন দেশ রাশিয়ার সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক, কর্মকর্তা ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমের অনেক দেশ ইতোমধ্যে রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

হামলার সপ্তম দিনে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়েছে। এতে বাংলাদেশি এক প্রকৌশলী মারা গেছেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগেই যায় তবে সেটি পারমাণবিক অস্ত্র দিয়ে সংঘটিত হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘঠিত হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং এটা হবে ধ্বংসাত্মক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া