adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জায়নামাজে বসে সেঞ্চুরির জন্য দোয়া করেছেন তামিমের মা

tamim জায়নামাজে ছিলেন তামিমের মাডেস্ক রিপোর্ট : গ্যালারিতে বসে ছেলের সেঞ্চুরি দেখার জন্য অনেকবারই মাঠে গিয়েছিলেন তামিমের মা নুসরাত ইকবাল। কিন্তু বারবার মাঠে গিয়েও সেঞ্চুরির দেখা মেলেনি। বুধবার অবশ্য তামিম ইকবালের মায়ের মনে কেন যেন উঁকি দিয়েছিল, ছেলে আজ সেঞ্চুরি করতে পারে। তবুও মাঠে গেলেন না। ঘরেই জায়নামাজে বসেছিলেন। সারাক্ষণ দোয়া করেছেন ছেলের জন্য। আল্লাহর কাছে চেয়েছেন, যাতে চট্টগ্রামে তার প্রথম সেঞ্চুরিটা হয়ে যায়।
তামিম ইকবালের সেঞ্চুরি নিয়ে তার মা নুসরাত ইকবাল বলেন, ‘মাঠে যাইনি ছেলে ভালো করার জন্য। আমি জানতাম আমার ছেলে তামিম আজ ভালো খেলবে। তারপরও মাঠে যাইনি। আমি গেলে যদি আজও সে সেঞ্চুরিটি না পায়! যদি সেই ‘অপয়াটা’ আবারও ফলে যায়!’ চট্টগ্রামে বেশ কয়েকবার সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থ হয়েছেন হয়েছিলেন তামিম। তবে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে যখন ছেলের ৯০ রান পূর্ণ হয়ে গেল, তখনই মা জায়নামাজ বিছিয়ে দু’হাত তুলে ধরেন আল্লাহর কাছে, ‘আল্লাহ তুমি আমার ছেলের আজ মান রাখো, তাকে শতক এনে দাও।’
কী আশ্চর্য! জায়নামাজ থেকে উঠেই দেখেন তামিমের শতক পূর্ণ হয়েছে। এরপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মা নুসরাত ইকবাল।
খুব আবেগমাখা কণ্ঠেই সাংবাদিকদের বললেন, ‘আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন, দেশবাসী এবং চট্টগ্রামের ভক্তদের কাছে শোকরিয়া। সবার দোয়ার বরকতে আমার তামিম সেঞ্চুরি পেয়েছে।’
মা যে বুধবার গ্যালারিতে এসে খেলা দেখেননি, সেটা দিন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম ইকবালও। তিনি বলেন,‘ আমার সেঞ্চুরি দেখার জন্য এর আগে পরিবারের লোকজন অনেকবার মাঠে এসেছিল। কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। তাই আজ আমার খেলা দেখার জন্য পরিবারের কেউ মাঠে আসেনি। অথচ নিজের মাঠে সেঞ্চুরি পেয়ে আমি দারুণ খুশি।’
সকালেও না কি কোচ হাথুরুসিংকে সেঞ্চুরির ইচ্ছার কথা জানিয়েছিলেন তামিম। তিনি নিজেই বলেন, ‘নিজের মাঠে সেঞ্চুরি না পাওয়ার বিষয়টা আজ সকালেও কোচ হাথুরুসিংহকে বলেছি। তাকে বলেছি, আমি এ মাঠে সেঞ্চুরি পেতে চাই। বহুদিনের ইচ্ছা পূরণ করতে পেরে আমি খুব খুশি। সবাইকে নিজের মাঠে সেঞ্চুরি দেখাতে পেরে দারুণ খুশি হয়েছি। পরের ম্যাচগুলোতেও ভালো করতে চাই।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া