adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেল নয় পানি দিয়ে চলবে গাড়ি

makrani1452281938আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি কিনে তেলের দাম দিতে দিতে অস্থির? তেলের চড়া দামে নাজেহাল? গাড়ি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন? মোটেও এমনটি ভাববেন না। এবার মুশকিল আসান। কারণ, তেল নয়, পানিতে চলবে গাড়ি।
 
পানিতে চলবে এমনই এক গাড়ি আবিষ্কার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের রাইজ মোহম্মদ মাকরানি।
 
গাড়িটি চলবে পানি ও ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণে। বহু কারখানায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহৃত হয় অ্যাসিটিলিন ও ক্যালসিয়াম সায়ানামাইড উৎপাদনে। সুতরাং ক্যালসিয়াম কার্বাইড ও জল একসঙ্গে মেশানো হলে, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে, যা দিয়েই চলবে ওয়ান্ডার কার। এতে জ্বালানির খরচ কমবে লিটার প্রতি ১০ থেকে ২০ টাকা, যা একইসঙ্গে পরিবেশবান্ধবও বটে।
 
মাত্র ছয় মাস সময়ে এই গাড়িটি তৈরি করেছেন মাকরানি। ইতিমধ্যেই নিজের আবিষ্কারের পেটেন্টের জন্য আবেদন জানিয়েছেন তিনি। তার এই গাড়ি আবিষ্কারের খবর পৌঁছেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। রাইজ মাত্র টুয়েলভ পাশ। কিন্তু যে অসাধ্য সাধন করেছেন, তাতে অনেক মানুষ যে উপকৃত হবে, তা বলাই বাহুল্য।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া