adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় ওয়ানডে – আফগানিস্তানের বিরুদ্ধে ১৯২ রানে অলআউট বাংলাদেশ

স্পাের্টস ডেস্ক : পুরো ৫০ ওভারও খেলতে পারল না বাংলাদেশ। ৪৬.৫ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে গেছে টাইগাররা। শেষ উইকেট হিসেবে রানআউট হন মোস্তাফিজুর রহমান।

শুরুটা ভালো করলেও শেষদিকে আসা-যাওয়ার মাঝে ছিলেন টাইগাররা। মিডল-অর্ডারেও ব্যর্থ বাংলাদেশ। তার মধ্যে রান আউট হয়ে ফেরেন তিন তিন ব্যাটার— মেহেদী হাসান মিরাজ (৬), শরীফুল ইসলাম (৭) ও মোস্তাফিজ (১)। ৫৩ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দুইশ’ ছুঁই-ছুঁই সংগ্রহ পেয়েছে লিটন দাসের ব্যাটে ভর করে। তবে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরির স্বপ্ন পূরণ হয়নি তার। তিন অঙ্কের ঘর থেকে ১৪ রান দূরে থাকতে মোহাম্মদ নবীর বলে দরকারহীন স্লগ-সুইপ খেলতে গিয়ে গুলবাদিন নাঈবের হাতে বন্দী হন টাইগার ওপেনার।

১১৩ বলে ৭ চারে ৮৬ রান করে সাজঘরে ফেরেন লিটন। তবে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পাওয়ার পাশাপাশি ৯ম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ রানের ইনিংস খেলেন ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটার।

লিটন ফেরার পরপরই বাংলাদেশকে সিরিজের প্রথম ওয়ানডে জেতানোর নায়ক আফিফ হোসেনকে (৫) নিজের দ্বিতীয় শিকার বানান নবী।

এর আগে প্রথম উইকেট হিসেবে তামিম ইকবালকে (১১) হারায় বাংলাদেশ। সিরিজে তৃতীয়বারের মতো পেসার ফজলহক ফারুকির বলে বোল্ড হন টাইগার ওপেনার-অধিনায়ক। দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিয়ে ব্যক্তিগত ৩০ রানে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হন সাকিব।

এরপর মাত্র ৪ রানের ব্যবধানে উইকেটরক্ষক মুশফিকুর রহিম (৭) ও ইয়াসির আলীকে (১) ফিরিয়ে ম্যাচের লাগাম আফগানদের হাতে তুলে দেন রশিদ খান। পরে তাসকিন আহমেদকে (০) নিজের তৃতীয় শিকার বানান এই স্পিনার।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ চট্টগ্রামে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া