adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিন পাখি উড়ে যাবে যে’ আকাশে, গানের শিল্পী আকবরের এ কী দুরাবস্থা!

বিনোদন ডেস্ক : ‘তোমার হাত পাখার বাতাসে’ এবং ‘একদিন পাখি উড়ে যাবে যে’ আকাশে গান দুটি দিয়ে সারা দেশে আলোড়ন ফেলেছিলেন আকবর নামে যশোরের এক রিকশাচালক। মনে আছে তো তার কথা? যশোরে রিকশা চালালেও তার কণ্ঠে ছিল সুরের জাদু। সেই জাদুতে তিনি ডাক পেতেন বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার। সেভাবেই ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর।

ওই গান শুনে বাগেরহাটের এক ব্যক্তি চিঠি লেখেন দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতকে। ওই বছরই তিনি আকবরকে গান গাওয়ার সুযোগ দেন তার ‘ইত্যাদি’ অনুষ্ঠানে। সেখানে ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে রীতিমতো তিনি চমকে দেন। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন সেই গান আর ভাবছিলেন, আকবর যেন একজন পেশাদার শিল্পী।

তবে শুধু গান নয়, সেটির মিউজিক ভিডিওটিও ছিল নজরকাড়া। কারণ, সেখানে আকবরের বিপরীতে অভিনয় করেছিলেন তখনকার সুপারহিট চিত্রনায়িকা পূর্ণিমা। এর কিছুদিন পর গুঞ্জন উঠেছিল, আকবর নাকি পূর্ণিমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। যদিও পরে এই গুঞ্জনের কোনো সত্যতা মেলেনি। সব মিলিয়ে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পেয়ে গিয়েছিলেন আকবর। যার সুবাদে পরবর্তীতে পেশাদার গায়ক হয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু সেই শক্ত সমর্থ্য আকবরের বর্তমান পরিস্থিতি দেখলে চোখে পানি আসবে যে কারও। ঢাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি এখন পঙ্গুপ্রায়। মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। দীর্ঘমেয়াদী ঝুঁকি দেখা দিয়েছে তার শরীরে। তাকে চলতে হয় ক্র্যাচে ভর দিয়ে। সম্প্রতি এমনই কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দ্রুত চিকিৎসা করাতে না পারলে অচিরে তাকে বরণ করতে হবে পঙ্গুত্ব।

জানা যায়, ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে এফডিসিতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে পড়ে গিয়ে কোমরে ব্যথা পান আকবর। প্রথমে পাত্তা না দিলেও পরে ব্যথা ভয়ানক হয়ে ওঠে। গণমাধ্যমকে আকবর বলেন, ‘আমি চলতে পারি না। আমার মেরুদণ্ডের হাড়ের মধ্যে নার্ভ ঢুকে গেছে। এমআরআই করেছিলাম। তারা জানায়, অপারেশনে ৭০ হাজার টাকার মতো লাগতে পারে। পরে আবার শুনি, হাড়ের কী যেন চেঞ্জ করতে হবে।’

আকবরের এই দুঃসময়ে এগিয়ে আসেন ঢাকাই সিনেমার খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি আকবরকে ৫০ হাজার টাকার সহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন গায়ক। তার কথায়, ‘ডাক্তার জানিয়েছিলেন, অপারেশনের জন্য ৭০ হাজার টাকা লাগবে। অন্যান্য খরচ মিলিয়ে এক লাখ। সঙ্গে সঙ্গে আমি ডিপজল ভাইকে ফোন দিই। তিনি ৫০ হাজার টাকা দিয়েছেন।’

কিন্তু পরক্ষণেই আকবর জানতে পারেন যে, তার মেরুদণ্ডের শেষ হাড়ে সমস্যা। পরিবর্তন করতে হবে ডিস্কও। যার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। মেয়ের স্কুলের ভর্তি, সংসার খরচ, সবই করতে হচ্ছে তাকে। তারপর আবার কয়েক মাস ধরে কোনো গানের শো করতে পারেননি আকবর। সবমিলিয়ে দিশাহীন অবস্থায় রয়েছেন এই গায়ক।

তিন বছর আগে আকবরের অসহায় অবস্থার কথা জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন। কিন্তু সেটা ছিল তিন বছর মেয়াদী। অর্থাৎ তিন বছর পূর্ণ হলে টাকাগুলো উঠানো যাবে। কিন্তু মেয়াদ পূর্ণ হলেও সেই অর্থ তুলতে পারছেন না আকবর। গায়ক বলেন, ‘টাকাগুলো তুলতে পারলে হয়তো সুস্থভাবে বাঁচতে পারতাম।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া