adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের ড্রাফটে পাকিস্তানের ৪৫, ভারতের ৪ জন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২১ জানুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এদিকে বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। ড্রাফটে রাখা হয়েছে ৪০৬ জন বিদেশি ক্রিকেটারকে।

ড্রাফটে রয়েছেন ৪৪ জন পাকিস্তানি ক্রিকেটার। যেখানে রয়েছেন এর আগে বিপিএল মাতিয়ে যাওয়া আহমেদ শেহজাদ, মোহাম্মদ ইরফান এবং জুনায়েদ খানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

এই তালিকায় রয়েছেন হারিস সোহেল, মোহাম্মদ আসাদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, উসমান শিনওয়ারি, আবিদ আলী, আকিফ জাভেদ, বিলওয়ালে ভাট্টি, এহসান আদিল, ফাওয়াদ আলম, ইমাম উল হক, মীর হামজা, জুনায়েদ খান, ইয়াশির শাহ, আবরার আহমেদ, আখতার শাহ, আলী ইমরান, আলী শফিক, আমদ বাট, আরিশ আলী খান, আজগর দোরানি।

এ ছাড়াও বিপিএলের ড্রাফটে নাম রয়েছে এওয়াইজ জিয়া, হাম্মাদ আজম, হাসিবুল্লাহ, হাসান খান, ইফতেসাম ইনজামামাম, ইমরান বাট, মাহিন্দার পাল, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইসমাইল, সালমান আলী, মোহাম্মদ তাহা, জায়েদ আলম, মুক্তার আহমেদ, নওমান আলী, সাদ নাসিম, শাহেদজাদা ফারহান, সাইফ বাদার, সাইন আইয়ুব, সার্মাদ আনোয়ার, সৌদ সাকিল, শোহাইবউল্লাহ, সোহেল খান, বিসমিল্লাহ খান।

পাকিস্তান ছাড়াও বিপিএলের ড্রাফটে রয়েছে ভারতের ৪ ক্রিকেটারের নাম। তারা হলেন, গৌরব শর্মা , ইশান মালহোত্রা, বিপুল শর্মা, সুদীপ তিয়াগি। মালেশিয়ার হারিন্দার জিতসিং, সৈয়দ আজিজ, বীরান্দীপ সিং এবং ফ্রান্সের রয়েছেন জোবায়েদ আহমেদ।
নামিবিয়ার ক্রিকেটারদের মাঝে রয়েছেন জেরার্ড ইরাসমুস এবং ক্রেইগ উইলিয়ামস। বিদেশি ক্রিকেটারদের ড্রাফটের তালিকায় এ ‘গ্রেডে’ রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইংল্যান্ডের বেন ফোকস এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজরা। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া