adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

`দেশের রাজা কী তাহলে পুলিশ’

bdfd6c7d676142f08d1bdf4729308563-নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিগত সহকারীকে বহনকারী নিজের গাড়ি সচিবালয়ের গেটে আটকে দেওয়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর।
মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই সংসদ সদস্য বলেন, পত্রিকায় দেখলাম ‘মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ’। এটা কী সত্য হয়ে যাবে? দেশের রাজা কী তাহলে পুলিশ?
ঘটনার বর্ণনা দিয়ে নুরুল ইসলাম ওমর বলেন, আজ আমার ব্যক্তিগত সহকারী আমার গাড়িতে করেই সচিবালয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাকে আটকে দেওয়া হয়। বলা হয়, যেহেতু এমপি সাহেব গাড়িতে নেই তাই ঢুকতে দেওয়া হবে না। আমার পিএ এ সময় আমাকে মোবইলে বিষয়টি জানান। আমি দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল দিতে বলি। কিন্তু উনারা আমার সাথে কথা বলবেন না বলে জানিয়ে দেন। পরে আমি পিএকে ফিরে যাওয়ার জন্য বললে তখনও পুলিশ তাকে আটকে দেয়। অনেক পরে সাব ইন্সপেক্টর জাফর দয়া করে ফোনটা ধরেন। আমি বললাম, ইন্সপেক্টর সাহেব বিষয়টা কী? দেশে কী যুদ্ধ শুরু হয়েছে নাকি মার্শাল ল জারি হয়েছে? আমার স্টিকার লাগানো গাড়ি ঢুকতে দেবেন না ভালো কথা, বের হতেও দেবেন না। তাকে কী গ্রেফতার করে রেখে দেবেন। পরে বলেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা এটা করছি। ঠিক আছে ছেড়ে দিচ্ছি।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, নিরাপত্তার নামে কাউকে ঢুকতে দেবে না বের হতেও দেবে না- এটা কোন ধরনের নিরাপত্তা? এটা অত্যন্ত দুঃখজনক। একজন সংসদ সদস্যের মোবাইল ফোন রিসিভ না করে অপমান করা হয়েছে। আর সংসদ সদস্যকে অপমান করা মানে গোটা সংসদকে অপমান করা। আমি অনুরোধ করব, এই হয়রানির তদন্ত করা হোক। ওই পুলিশ অবশ্যই জামায়াত-বিএনপির লোক। তারা আজকে এই সরকারের কাউকে মানতে চায় না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া