adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাশেজে বুধবার শুরু ইংলিশ অধিনায়ক জো রুটের পরীক্ষা

স্পোর্টস ডেস্ক : এবারের অ্যাশেজে হতে যাচ্ছে জো রুটের অধিনায়কত্বের পরীক্ষা। এমন দাবি স্বয়ং ইংলিশ অধিনায়কের। এদিকে জো রুটের উইকেট পাওয়া হবে বড় প্রাপ্তি, বলছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। টেস্ট ক্রিকেটের এই দুই সেরার লড়াই বাড়তি আকর্ষণ যোগ করেছে এবারের অ্যাশেজে।

টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দুই দলের লড়াই। আছে ক্রিকেট ঐতিহ্যের ছোঁয়া। তবে এসব ছাপিয়ে এবারের অ্যাশেজে হতে যাচ্ছে ভিন্ন এক লড়াই। সেটি টেস্টের সেরা ব্যাটার ও বোলারের মধ্যে। লড়াইটা দুই দলের অধিনায়কেরও।

৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের সেরা ব্যাটার এখন ইংলিশ অধিনায়ক জো রুট। বিপরীতে ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে সেরা বোলার অজি অধিনায়ক পেট কামিন্স। এই দুই সেরার নেতৃত্বে মর্যাদার আসর অ্যাশেজে লড়বে সেরা দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

টেস্ট পরিসংখ্যান যতটা সুখকর জো রুটের জন্য, ততটাই বিষাদময় অ্যাশেজে। হোক সেটি ঘরের মাঠে কিংবা অস্ট্রেলিয়ায়। তার নেতৃত্বে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ তে সিরিজ হেরেছিল ইংলিশরা। সবশেষ ঘরের মাঠে ২-২ ব্যবধানের ড্রয়ে ট্রফি নিয়ে ফিরেছিল অজিরা। তাই প্রশ্নবিদ্ধ হয় রুটের নেতৃত্ব। এবার সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইংলিশ অধিনায়ক।

ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, অস্ট্রেলিয়ায় জয় পাওয়া কতটা কঠিন তা সবার জানা। এখানে আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। তাই অবশ্যই এটা আমার অধিনায়কত্বের নির্ণায়ক হতে যাচ্ছে। এই সিরিজ নিয়ে আমি রোমাঞ্চিত। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া