adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তুললেন বাবর আজম ও ফাওয়াদ

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় রাতে শুরু হয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচের প্রথম দিন শেষে সফরকারী পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১২ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ২২ ও ফাহিম আশরাফ ২৩ রান করে অপরাজিত আছেন।

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২ রানেই তারা হারায় ওপেনার আবিদ আলীকে। মাত্র ১ রান করে তিনি কেমার রোচের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর নিজের ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার ইমরান বাট। তিনিও ১ রান করে জয়ডেন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলী রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন।

মাত্র ২ রানে ৩ উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস টেনেছেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। দলীয় ১৬০ রানের মাথায় ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়েন ৭৬ রান করা ফাওয়াদ। ১৪৯ বলের ইনিংসে তিনি ১১টি চারের মার মেরেছেন। হাফ সেঞ্চুরি পেয়েছেন বাবর আজমও।

তিনি ১৭৪ বলে ৭৫ রান করে রোচের তৃতীয় শিকার হন। দিনের শেষভাগে আর বিপদ হতে দেননি রিজওয়ান ও ফাহিম। দুজনের জুটি এখন পর্যন্ত অক্ষত আছে ৫৩ রানে। আগে ভাগে শেষ হওয়ায় প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৭৪ ওভার।

সংক্ষিপ্ত স্কোর- পাকিস্তান- ২১২/৪ (৭৪ ওভার) (আবিদ ১, ইমরান ১, আজহার ০, বাবর ৭৫, ফাওয়াদ ৭৬, রিজওয়ান ২২*, ফাহিম ২৩; রোচ ৩/৪৯, সিলস ১/২৫)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া