adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন ২৮২ কোটি টাকা

ডেস্ক রিপাের্ট : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন। লেনদেনের এক ঘণ্টায় বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। আলোচ্য সময়ে সবগুলো খাতেই বেড়েছে বেশি শেয়ারের দর। তবে লেনদেনে এগিয়ে বস্ত্র খাত। দেশের উভয় পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন হয়েছে ২৮২ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১০ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭৮টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সিএসইর লেনদেনে অংশ নেয়া ১৮৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৩টির। কমেছে ৫২টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৯৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৩৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫৪১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১৯৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৫ পয়েন্টে। সিএসআই পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮ পয়েন্টে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া