adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গোর চুক্তি বাড়ছে আরো দুই বছর

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো ২০১৯ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। টাইগারদের সঙ্গে তার পথচলা আরও দুই বছর বাড়াতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে পরের ওয়ানডে বিশ্বকাপ। সেই পর্যন্ত বাংলাদেশেরর প্রধান কোচ হিসেবে ডমিঙ্গোই থাকছেন বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান, হ্যাঁ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আমরা ডমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়াতে চলেছি। কোচিং স্টাফের অন্য সদস্যের বেলাতেও শিগগিরই সিদ্ধান্তে পৌঁছাব।

ডমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে আফগানিস্তানের কাছে টেস্ট হারে বাংলাদেশ। ভারত ও পাকিস্তান সফরেও গিয়েও মিলেছে কেবল হতাশা। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে পারফরম্যান্স ছিল একদম শতভাগ।

শ্রীলঙ্কা সফরেও ভাল ফল আসেনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আছে ওয়ানডে সিরিজ জেতার সফলতা। চলতি বছর জিম্বাবুয়ে সফরে গিয়ে প্রতিকূল কন্ডিশনে তিন সংস্করণে সিরিজ জেতে দেশে ফেরে বাংলাদেশ দল।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় তার সময়ের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে মূল তারকাদের ছাড়া খেলতে আসা অজি অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে সাফল্য আনতে বাংলাদেশ খেলেছে অতি মন্থর ও টার্নিং উইকেটে।

সেপ্টেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সফরে বিশ্বকাপ স্কোয়াডের একজন খেলোয়াড়কেও পাঠাচ্ছে না কিউইরা। ডমিঙ্গোর আশা এই সিরিজে খেলা হবে স্পোর্টিং উইকেটে। যাতে বিশ্বকাপের জন্য প্রস্তুতিটাও তারা সেরে নিতে পারবেন। – ডেইলি স্টার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া