adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর বিধিনিষেধেও ঢাকায় ফুটবল খেলা বন্ধ থাকবে না

নিজস্ব প্রতিবেদক : প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ তথ্য জানিয়েছে। বুধবার (৩০ জুন) রাতে ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) নতুন সূচিও ঘোষণা করা হয়েছে। তবে নারী ফুটবল লিগে ও ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগের সুপার লিগ পর্বের ম্যাচ আগামী ৭ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। নতুন সূচিতে প্রতিদিন বিপিএলের একটি করে ম্যাচ মাঠে গড়াবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো শুরু হবে বিকেল পাঁচটায়।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা আবাহনী লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। শুক্রবার (২ জুলাই) মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্রের। শনিবার (৩ জুলাই) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

এদিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিসিএলের ম্যাচ গুলো শুরু হবে বিকেল চারটায়। বৃহস্পতিবার (১ জুলাই) স্বাধীনতা ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে ওয়ারি ক্লাব। শুক্রবার (২ জুলাই) ঢাকা ওয়ান্ডারার্সের প্রতিপক্ষ কারওয়ান বাজার প্রগতি সংঘ।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া