adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কিত এসপিসি গ্রুপের শুভেচ্ছা দূত থেকে সরে দাড়ানোর ঘোষণা মাশরাফীর

নিজস্ব প্রতিবেদক : গত এপ্রিলে দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির ‘শুভেচ্ছা দূত’ হিসেবে সম্পৃক্ত হয়েছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী। কিন্তু দুই মাসের মধ্যেই সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

মঙ্গলবার (১ জুন) রাতে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। সম্প্রতি এসপিসি গ্রুপ নামের এই প্রতিষ্ঠানের নানা নেতিবাচক কর্মকা- সংবাদমাধ্যমে উঠে আসে। চুক্তি বাতিলের কারণ হিসেবে মাশরাফী বলেছেন, তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, শুভেচ্ছা দূত হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।

তাই মাশরাফী চুক্তি থেকে সরে আসার আইনি প্রক্রিয়া শুরু করেছেন। দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। মাশরাফী সবাইকে অনুরোধ করেছেন, তার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে। – ফেসবুক থেকে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া