adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৭ জানুয়ারি ঢাকায় স্পেস অ্যাপস নেক্সট জেন

a-a-aডেস্ক রিপাের্ট : মহাকাশ অ্যাপ নিয়ে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেস অ্যাপস হ্যাকাথন। আগামী ২৭ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে স্পেস অ্যাপস নেক্সট জেন শীর্ষক ৩৬ ঘণ্টার এই হ্যাকাথন।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের যৌথ উদ্যোগে এই হ্যাকাথনের আয়োজন করেছে।

এ বিষয়ে নাসা স্পেস অ্যাপস প্রধান আরিফুল হাসান অপু বলেন,  বাংলাদেশে এই প্রথমবারের মতো আয়োজন করা হলেও, এর আগে বিশ্বের পাঁচটি দেশ আন্তর্জাতিক এই হ্যাকাথনের আয়োজন করেছে।

তিনি বলেন, প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে বিজ্ঞানের সংশ্লিষ্টতা দৈনন্দিন জীবনে এক অবিস্মরণীয় গতির সঞ্চার করছে। তবুও শিশুদের পাঠ্যপুস্তকের ভাঁজে কোথায় জানি ভীতির মোড়কে আটকে আছে এই বিজ্ঞান। শিশুমনে বাড়ির কাজ, পরীক্ষা, রেজাল্টের চাপে পড়ে নিত্য হারিয়ে যাচ্ছে বিজ্ঞানের আনন্দটুকু। তাই বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে বিজ্ঞানের আনন্দটুকু উপভোগ করা আজ নিতান্তই সময়ের অভাব বটে। এই অভাব পূরণেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

জানা গেছে, ‘স্পেস অ্যাপস নেক্সট জেন’ হলো ৩৬ ঘণ্টার একটি হ্যাকাথন পরিচালনায় সহায়তা করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘সেকেন্ড মিউজ’ (Second Muse) । বাংলাদেশের সকল স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা ডেটা ডাইভ, সেন্সর ইয়োরসেলফ, স্পেস ইনভেডারস সহ যেকোনো আইডিয়া প্রজেক্ট জমা (রেজিস্ট্রেশনের মাধ্যমে) দিতে পারবে। প্রতিটি দলে ২-৪ জন শিক্ষার্থীর সমন্বয়ে কাজ করতে হবে। পরবর্তীতে অভিজ্ঞ মেনটর প্যানেলের সিদ্ধান্তে ৫০টি দল চূড়ান্ত পর্বে তাদের দক্ষতার প্রমাণ দেয়া সুযোগ পাবেন। প্রতিটি দলে একজন সমন্বয়ক/পরামর্শদাতা থাকবেন, যিনি কারিগরি সহযোগিতা, দিক নির্দেশনা তথা দলের সার্বিক সহযোগিতায় থাকতে পারবেন। তিন বিভাগ থেকে জয়ী প্রতিটি দলকে আয়োজকদের পক্ষ থেকে সার্টিফিকেট এবং পুরস্কৃত করা হবে।

জয়ী প্রতিটি দল পরবর্তীতে ৫টি দেশে আয়োজিত এই হ্যাকাথনের বিজয়ীদের সঙ্গে তাদের দক্ষতার প্রমাণ দেয়ার সুযোগ পাবেন। সর্বশেষ চূড়ান্ত বিজয়ীদের স্পেস অ্যাপস নেক্সট জেন, সেকেন্ড মিউজের ওয়াশিংটন ডিসির প্রধান কার্যালয় থেকে সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হবে।

রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা- www.bif.org.bd

এই আয়োজনের প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে মাইক্রোসফট, গোল্ড স্পন্সর- রিটস অ্যাড, পিবাজার ডট কম। এছাড়াও সহযোগিতায় থাকবে বাগডুম ডট কম, ডাটা সফট, রাইস আপ ল্যাবস।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া