adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কান ক্রিকেটাররা বোর্ডের অন্যায্য কেন্দ্রীয় চুক্তি মানতে চান না

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় পড়ে গেছে। তাদের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির শর্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। চুক্তির ক্যাটাগরিগুলোতে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তাই ‘অন্যায্য’ এই চুক্তিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির ক্রিকেটাররা। এক বিবৃতিতে ক্রিকেটারদের আইনি প্রতিনিধি আইনজীবী নিশান সিডনি প্রেমাথিরতেœ জানান, প্রস্তাবিত চুক্তির পারিশ্রমিকের বিস্তারিত প্রকাশ করায় হতবাক ও হতাশ ক্রিকেটাররা।

চুক্তির জন্য ক্রিকেটারদের মূল্যায়ন করতে একটি মানদ-ের মডেল তৈরি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ২০১৯ সাল থেকে পারফরম্যান্স, ফিটনেস, নেতৃত্বগুণ, পেশাদারিত্ব, ভবিষ্যৎ সম্ভাবনা ও মানিয়ে নেওয়ার ক্ষমতার ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হয়েছে। আর সে অনুযায়ী সাজানো হয়েছে চুক্তির ক্যাটাগরি। চারটি ক্যাটাগরির ১২টি ভাগে মোট ২৪ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতবার এসএলসির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিল ৩২ জন। এখানে সর্বনি¤œ ভিত্তি পারিশ্রমিক ধরা হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার আর সর্বোচ্চ ১ লাখ।

শুরুতে ধারনা করা হচ্ছিল, পারিশ্রমিকে বড় ধাক্কা খাওয়া সিনিয়র ক্রিকেটাররাই বিরোধিতা করবেন। কিন্তু ২৪ জন ক্রিকেটারের সবাই বিপক্ষে দাঁড়িয়েছেন। আইনজীবীর বিবৃতিতে জানানো হয়েছে, এভাবে আল্টিমেটাম দিয়ে চুক্তি স্বাক্ষর না করাতে এসএলসিকে অনুরোধ জানিয়েছে ক্রিকেটাররা।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছেন, ক্রিকেটারদের আগামী ৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে চুক্তি স্বাক্ষরের জন্য। চুক্তির জন্য মূল্যায়নের মানদ-ে কে কোন অবস্থানে আছে, তা জানতে চায় ক্রিকেটাররা। কোন বিভাগে কে কত পয়েন্ট পেল তা প্রকাশের দাবি করেছে তারা। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া