adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী ও সেনাবাহিনী মুখোমুখি -নিহত ১১

(FILES) In this file photograph taken October 14, 2016, armed rebels belonging to the Kachin Independence Army (KIA) ethnic group move towards the frontline near Laiza in Kachin state.  At least 11 people have died this month December 2016 in northern Myanmar in escalating clashes between security forces and armed insurgents that have undercut Aung San Suu Kyi's bid for peace. Thousands have fled their homes in northern Shan state since the fighting erupted in late November, with many crossing the border into China. / AFP PHOTO / HKUN LAT

At least 11 people have died this month December 2016 in northern Myanmar in escalating clashes between security forces and armed insurgents that have undercut Aung San Suu Kyi’s bid for peace. Thousands have fled their homes in northern Shan state since the fighting erupted in late November, with many crossing the border into China. / AFP PHOTO / HKUN LAT

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চলতি মাসে ১১ জন নিহত হয়েছে। নভেম্বর মাসের শেষ দিকে থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের কয়েক হাজার লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
 
এদের অনেকে সীমান্ত পাড়ি দিয়ে চীনে পালিয়ে গেছে। এ পরিস্থিতিতে বেইজিং সীমান্ত এলাকায় দেশটির সৈন্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। প্রতিবেশী দেশটির আভ্যন্তরীণ এই সমস্যা ও সহিংসতার ঢেউ আরো একবার চীনের ভূখণ্ডে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, ২ ডিসেম্বর বিদ্রোহীদের হামলায় নিহত ৯ পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় ২ বেসামরিক লোকও নিহত হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের এক পরিসংখ্যানে বলা হয়েছে, উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেনা, পুলিশ ও বেসামরিক লোকসহ এ পর্যন্ত মোট ৩০ জন প্রাণ হারিয়েছে।
 
শানে তিনটি বিদ্রোহী গোষ্ঠী লড়াই চালিয়ে যাচ্ছে। এরা হলো- আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক আর্মি। এদিকে মিয়ানমারের সেনাবাহিনী এখন দেশটির রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর কঠোর দমন পীড়ন চালাচ্ছে। এতে প্রাণভয়ে দেশ ছেড়ে পার্শ্ববর্তী বাংলাদেশে পাড়ি জমিয়েছে ২০ হাজারের বেশি অসহায় রোহিঙ্গা। আল জাজিরা ও এএফপি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া