adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মে মাসের মধ্যে দেশে আসছে ৪০ লাখ রাশিয়ার তৈরি ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক : আগামী মে মাসের মধ্যে দেশে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ এর ৪০ লাখ ডোজ টিকা আসছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্পুটনিক-ফাইভ ছাড়াও চীনের সিনোফার্মের (চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ) টিকা আনার বিষয়েও কাজ করছি আমরা। যে ভ্যাকসিন দেশের জন্য প্রয়োজন, বিভিন্ন উৎস থেকে সেটি পাওয়ার চেষ্টা করছি।

এর আগে একই দিন স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি বাংলাদেশে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ জরুরি ব্যবহারে অনুমোদন দেয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় এই টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আর রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে আইনি কোনো বাধা নেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া