adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিপোলি বিমানবন্দরে হামলা, ৯০ ভাগ বিমান ধ্বংস

ytjhআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলির বিমানবন্দরে রকেট হামলায় সেখানে অবস্থানরত বিমানের ৯০ ভাগই ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র আহমেদ লামিন।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, সরকার এখন নিরাপত্তা জোরদার করার জন্য আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ত্রিপোলি বিমানবন্দরে কতটি বিমান ধ্বংস হয়েছে বা পার্ক করা ছিল তা তাতক্ষণিকভাবে জানা যায়নি। তবে লিবিয়ার একাধিক এয়ারলাইন্সের প্রধান ঘাঁটি এই বিমান বন্দরটি।
dyএর আগের দিন এখানে রকেট হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। হামলায় অন্তত একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। প্রাথমিক খবরে বিবিসি জানিয়েছিল, সোমবার সন্ধ্যায় চালানো ওই রকেট হামলায় অন্তত ১২টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় অ¯ি’তিশীলতা বিরাজ করছে।
ত্রিপোলি বিমানবন্দরটি রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম।
দেশটির দ্বিতীয় বৃহত্তম বিমান বন্দর বেনগাজি গত দুমাস ধরে বন্ধ রয়েছে।  আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য শুধু সচল ছিল মিসরাতা বিমান বন্দর, সেটিও সোমবার বন্ধ করে দেয়া হয়। আরটিএনএন

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া