adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, জাে বাইডেনের সহকারীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : নারী রিপোর্টারকে হুমকি দিয়ে বরখাস্ত হওয়া ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো পদত্যাগ করেছেন।

পলিটিকোর সাংবাদিকের সঙ্গে ডাকলো যে ব্যবহার করেছেন তাকে নিজেই এখন ‘জঘন্য’ বলছেন।

বিবিসি জানিয়েছে, ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করলে ডাকলো ওই সাংবাদিককে ধ্বংস করে দেয়ার হুমকি দেন।

ডাকলো বিবৃতিতে বলেছেন, ‘আমি যে ভাষায় কথা বলেছি তা জঘন্য ছিল।’

৩২ বছর বয়সী এই কর্মকর্তা টুইটারে লিখেছেন, ‘কোনো শব্দই আমার অনুতাপ, বিবৃত অবস্থা প্রকাশ করতে পারছে না।’

‘আমি এমন ভাষা ব্যবহার করেছি, যা কোনো নারী অন্যের থেকে শুনতে চাইবেন না; বিশেষ করে তিনি যখন তার পেশাগত দায়িত্ব পালনে থাকবেন।’

‘আমি হতাশ। হোয়াইট হাউজের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাতে আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

পালমেরি নামের ওই নারী এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পালমেরির অভিযোগের পর ডাকলো গত শুক্রবার বরখাস্ত হন। এই নারী রিপোর্টার ডাকলোর একটি সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন। যার সঙ্গে তার সম্পর্ক ছিল, তিনি বাইডেনের নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিলেন।

ডাকলো এটি জানতে পেরে পালমেরিকে ফোনে বলেন, ‘আমি তোকে শেষ করে দেব।’

পালমেরির দাবি, ‘আরও অকথ্য ভাষায় তিনি গালিগালাজ করেছেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া