adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে বিআরটিএকে মন্ত্রীর নির্দেশ

Kaderনিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত ভাড়া প্রতিরোধে চালক-মালিক উভয়কে শাস্তির আওতায় আনার কথা বলেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দিয়েছেন তিনি।
আজ ১৪ অক্টোবর বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীনস্ত দফতরগুলোর সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর সভায় তিনি বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ) এ নির্দেশ দেন। এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
সভায় বিআরটিএ’র চেয়ারম্যানকে উদ্দেশ করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে আগে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। এখন থেকে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারণ এ অতিরিক্ত ভাড়া আদায়ের পেছনে মালিকদের দায় বেশি। আমি এই সভায় বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দিচ্ছি, আর যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।’
 
সভায় মন্ত্রী স্বীকার করেন যে, ঢাকাসহ সারা দেশে ৪০ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া