adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যামেরুনে বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে ৫৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ক্যামেরুনে বাস ও তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এই সংঘর্ষে দুটি যানেই আগুন ধরে যাওয়ায় হতাহতের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরও ২৯ জন।

মার্কিন মিডিয়া সিএনএনের খবরে বলা হয়, ক্যামেরুনের পশ্চিমাঞ্চলীয় দাসচাংয়ের ক্লিফ এলাকায় বুধবার (২৭ জানুয়ারি) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। দেশটির ওয়েস্ট পশ্চিমাঞ্চলীয় গভর্নর ফঙ্কা অগাস্টিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গভর্নর জানিয়েছেন, নিহতদের সবাই আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত সম্ভব হয়নি। আহত ২৯ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে।

বুধবার স্থানীয় দিবাগত রাত ৩টার দিকে ৭০ আসনের বাসটির সঙ্গে ট্যাংকারটির সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ট্যাংকারটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ জানিয়েছে, কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যাত্রীদের দেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে, তাদের কারও পরিচয় শনাক্ত সম্ভব হয়নি।

ক্যামেরুনের পরিবহণমন্ত্রী জিন আর্নেস্ট মাসেনা নাগলে বিহে বলেছেন, এটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, যা রাতের বেলা ঘটেছিল। এ বিষয়ে তদন্ত করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া