adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা!

ROHITস্পোর্টস ডেস্ক : আগামী মাসে জিম্বাবোয়ে সফর নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই৷ তিন ওয়ান ডে সিরিজে সিনিয়রদের বিশ্রাম দিতে চলেছেন নির্বাচকরা৷ ধোনি ও বিরাটকে বিশ্রাম দিয়ে নেতৃত্বে উঠতে পারে রোহিত শর্মার হাতে৷ দৌড়ে রয়েছেন সুরেশ রায়নাও৷ তবে ললিত মোদি ইস্যুতে অনিশ্চিয়তায় রায়নার ভবিষ্যত।

অনিশ্চিয়তার কালো মেঘ সরিয়ে সবুজ সংকেত পেল ভারতের জিম্বাবুয়ে সফর৷ তিনটি ওয়ান ডে ও দু’টি টি-২০ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারেন রোহিত৷ কারণ মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে দু’জনকেই বিশ্রাম দিতে চলেছে সন্দীপ পাতিল অ্যান্ড কোং৷

সোমবার দিল্লিতে জিম্বাবুয়ে সফরের দল বাছতে বসবেন জাতীয় নির্বাচকমণ্ডলী৷ ধোনি, কোহলি ছাড়াও বিশ্রামে দেওয়া হতে পারে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে৷ সম্প্রতি বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজ হেরেছে দেশে ফিরেছে ধোনি ভারত৷

নেতৃত্বের দৌড়ে নাম উঠতে চলেছে রায়নারও৷ গত জিম্বাবুয়ে সফরে ধোনির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রায়না৷ কিন্তু আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতকেই নেতা হিসেবে পছন্দ নির্বাচকদের৷

ভারতীয় বোর্ড সুত্রের খবর, ‘বিরাট ও অশ্বিন দু’টো ফর্ম্যাটেই খেলছে৷ সেই অস্ট্রেলিয়া সফর থেকে টানা খেলে আসছে৷ ধোনি টেস্ট থেকে অবসর নিলেও বিশ্বকাপের পর আইপিএল ও বাংলাদেশ সফরে খেলেছে৷ এদের বিশ্রাম দরকার৷ কোহলি ও অশ্বিন তরতাজা হয়ে শ্রীলঙ্কা সফরে যেতে পারবে৷’

অশ্বিন বিশ্রামে থাকায় দলে ফিরতে পারেন হরভজন সিং অথবা পারভেজ রসুল৷ জিম্বাবুয়ে সফরে নির্বাচকরা জুনিয়রদের দিকে নজর দেওয়ায় শিকে ছিঁড়তে পারে জম্মু-কাশ্মীরের অফ-স্পিনারের৷ উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা অথবা রবিন উথাপ্পার নাম বিবেচনা করতে পারেন নির্বাচকরা৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া