adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে : ৫২ কেন্দ্রের ফলাফলে নৌকার রেজাউল করিম এগিয়ে

ডেস্ক রিপাের্ট : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী এগিয়ে আছেন।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে স্থাপিত চসিক নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে।

চসিক নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৫২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীক পেয়েছে ১৬৯৬৬ ভোট, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষ প্রতীক পেয়েছে ২ হাজার ১৭৫ ভোট, মো. জান্নাতুল ইসলামের হাতপাখা প্রতীক পেয়েছে দুইশ ভোট, খোকন চৌধুরীর হাতি মার্কা পেয়েছে ৩৮ ভোট, মো. ওয়াহেদ মুরাদের চেয়ার প্রতীক পেয়েছে ৩০ ভোট, এমএ মতীনের মোমবাতি প্রতীক পেয়েছে ৫৫ ভোট এবং আবুল মনসুরের আম প্রতীক পেয়েছে ২৫৮ ভোট।

মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৩৫টি।

এর আগে, আজ সকাল ৮টায় শুরু হওয়া নির্বাচন বিকাল ৪টায় শেষ হয়। নির্বাচনে একজনের মৃত্যু, এক মেয়র প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন, ইভিএম মেশিন ভাঙচুর এবং বিভিন্নস্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া