adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানইউতে ফিরতে চান রোনালদো!

ক্রিস্টিয়ানো রোনালদোস্পোর্টস ডেস্ক : বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আবারো ফিরে আসতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এর আগে লা গ্যালাকটিকোদের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হতে চান এই পর্তুগিজ উইঙ্গার। রোনালদো গত সেপ্টেম্বরে মাদ্রিদের সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে চুক্তি করেছিলেন। তখন তিনি মিডিয়াকে বলেছিলেন, আমি এখানে আরো পাঁচ বছর থাকব। আমি শুধুমাত্র দলের হয়ে শিরোপা জিততে চাই। সবাই জানে আমি ম্যানচেস্টারে ছয় বছর কাটিয়েছিলাম। তবে এখন এটি অতীত। রিয়াল আমার বর্তমান ক্লাব। এখানেই আমার বাড়ি। আর আমার পরিবারও এখানে। সব মিলিয়ে আমি ভাল আছি। তবে সম্প্রতি ক্লাবের দলবদলের নীতির কারণে রোনালদোর মাঝে দারুণ একটি পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে অ্যাঞ্জেল ডি মারিয়ার ইউনাইটেডে ও শেষ মুহুর্তে জাভি অলোনসো বায়ার্ন মিউনিখে চলে গেলে এ ব্যাপারটি আরো স্পষ্ট হয়। তাই সি আর সেভেনের চোখ এখন আবেগময়ভাবে ওল্ড ট্রাফর্ডের দিকে। এ প্রসঙ্গে ম্যান ইউয়ের একটি সূত্র জানায়, ক্রিস্টিয়ানো সবসময় ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে। গত মৌসুমে দলটি বাজে খেলেছে। তবে আশাকরি এই তারকা খুব দ্রুতই ফিরে আসবে। সে এখানে তার ক্যারিয়ার শেষ করতে চায়। ওল্ড ট্রাফর্ডে তার বেশ কিছু সাফল্য আছে। ফুটবলার হিসেবে এখানে সে দারুণ খুশি ছিল। ডি মারিয়াকে ক্লাব ছেড়ে দেয়ার পর দলের সমালোচনা করেছিল পর্তুগালের অধিনায়ক। পরে অবশ্য তিনি ক্লাব প্রেসিডেন্টের পাশে সবসময় থাকার কথা বলেছিলেন। ২০০৯ সালে ম্যানইউ থেকে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে পাড়ি জমান রোনালদো। পরে দলের হয়ে একটি লিগ শিরোপা, দুটি কোপা দেল রে, একটি স্প্যানিশ সুপারকোপা, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি উয়েফা সুপার কাপ শিরোপা জিতেন। আগামী ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহন করবে রিয়াল আর এই শিরোপা জিতলে একটি ক্লাবের হয়ে সবকটি শিরোপাই জেতা হবে ২৯ বছরের এই তারকার। এদিকে রোনালদোর অনেক বড় একটি স্বপ্ন হচ্ছে তিনি রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে চান। অন্য একটি সূত্র থেকে জানা যায়, রোনালদো মাদ্রিদকে ভালোবাসে আর রিয়ালে খেলা তার একটি স্বপ্ন। সে এখানে দলের সেরা খেলোয়াড় হয়ে ইতিহাস সৃষ্টি করতে চায়। আর দলের সর্বোচ্চ গোলের মালিক হতে চায় রোনালদো। রোনালদো লস ব্লাঙ্কসদের হয়ে ২৫২ ম্যাচে ২৫৭ গোল করেছেন। তার চোখ এখন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি রাউল গঞ্জালেসের দিকে। স্প্যানিশ এই তারকা রিয়ালের হয়ে ৩২৩ টি গোল করেছিলেন। আর রোনালদো আগামী ২০১৫-১৬ মৌসুমের মধ্যেই এই রেকর্ড ভাঙ্গতে চান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া