adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের অসুস্থ বাচ্চা মুখে নিয়ে হাসপাতালে বিড়াল, ফিরলাে চিকিৎসা নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : মহামারিতে আক্রান্ত গোটা পৃথিবী। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এমন শোকার্ত বিশ্বকে অবাক করে দিল এক বিড়ালের মাতৃত্ব। নিজের অসুস্থ বাচ্চাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসে অনলাইন দুনিয়ায় ভাইরাল বিড়ালটি।

দ্য হিন্দুস্তান টাইমস জানায়, তুরস্কের ইস্তাম্বুলে এই ঘটনা ঘটে। এপ্রিলের ২৭ তারিখ ঘটনাটির বেশ কিছু ছবি টুইটারে পোস্ট করেন এক ইউজার। এরপর সেটি ছড়িয়ে যায় সবগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে।

পোস্টটির মারভে ওজকান নামে ওই ইউজার পোস্টের ক্যাপশনে লিখেন, আজকে আমরা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলাম। এমন সময় একটি বিড়াল মুখে করে তার অসুস্থ বাচ্চাকে নিয়ে দৌড়ে হাসপাতালে ঢুকল।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মীরা বিড়ালটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের হাতে বিড়ালছানাটি। আর উপরের দিকে মমতা নিয়ে নির্ভয়ে তাকিয়ে আছে বিড়ালটি।

এদিকে এই ঘটনা ভাইরাল হতে অসংখ্য মানুষের ভালোবাসা আদায় করে নেয় এই মা প্রাণীটি। তার অসাধারণ এই মাতৃত্বের প্রশংসায় মেতে উঠেন। একজন লিখেন, বিউটিফুল, পারফেক্ট লাভ। আরেকজন লিখেন, খুবই বুদ্ধিমতী মা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া