adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় ল্যাবে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী আহত

ডেস্ক রিপাের্ট : নওগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেলের কর্মরত চিকিৎসক।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন- কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, মো. রাফি, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।

আহত ছাত্র রাকিবুল ইসলামসহ শিক্ষার্থীরা জানান, বিকেলে নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার সময় এসিডসহ বোতল বিস্ফোরণে সাত শিক্ষার্থী আহত হন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুনীর আলী আকন্দ জানান, ল্যাবে বিস্ফোরণে সাতজন আহত রোগী ভর্তি হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া