adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসক্লাবের সামনে থেকে এবিএম মোশাররফ হোসেনসহ বিএনপির তিন নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ দলটির ৩ নেতাকে আটক করেছে পুলিশ

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান থেকে বের হওয়ার পরপরই তাদের আটক করে নিয়ে যায় পুলিশের একটি দল।

এবিএম মোশাররফসহ তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে এসেছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ। অনুষ্ঠান শেষ করে তারা প্রেসক্লাব থেকে বের হতে গেলে ওই সময় পুলিশ তাদের আটক করে।

ঢাকাস্থ মনপুরা ও চরফ্যাশন জাতীয়তাবাদী দলের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোশাররফ। ভোলার মোশাররফ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন এক সময়।

কী কারণে মোশাররফকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোলার সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছিল ওই মামলায়, পরে তারা আদালতে জামিন পান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা ওই মামলার আসামি। ফখরুল হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া