adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় পদে নির্বাচিত মেয়ে, ক্রিকেট রাজনীতিতে প্রত্যাবর্তন শ্রীনিবাসনের

স্পোর্টস ডস্কে : তবে কি ক্রিকেট রাজনীতিতে প্রত্যাবর্তনের ডঙ্কা বাজিয়ে দিলেন এন শ্রীনিবাসন। তেমনটাই মনে করছে ক্রিকেট মহল। সুপ্রিম কোর্টের নতুন রায়ের পর শ্রীনির বোর্ড রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছিলোই। শোনা যাচ্ছিল, মেয়েকে সামনে রেখে ফিরে আসতে চাইছেন একসময়ের ভারতীয় ক্রিকেটের দ-মু-ের কর্তা। তেমনটাই হলো। তামিলনাড়– ক্রিকেট অ্যাসোসিয়েশনের সর্বময় কর্তা হয়ে গেলেন শ্রীনির মেয়ে রুপা গুরুনাথ।

২০১৩ আইপিএল ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির সময় থেকেই বোর্ডে ব্রাত্য হতে শুরু করেন শ্রীনি। তারপর ২০১৪ সালে লোধা কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পরই বিসিসিআইয়ের সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হন শ্রীনি। যদিও, এরপর তিনি আইসিসির সভাপতি নিযুক্ত হন। তবে, ভারতীয় ক্রিকেট রাজনীতিতে তিনি এখন ব্রাত্য। তাছাড়া বয়সের কোটা পেরিয়ে যাওয়ায় বোর্ডের কোনও পদেও থাকতে পারবেন না তিনি। তাই, ছক কষছিলেন অন্য কাউকে সামনে রেখে প্রত্যাবর্তনের।

এরই মধ্যে সুপ্রিম কোর্টের আরও একটি রায় কিছুটা স্বস্তি দেয় তাকে। সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, ৭০ বছরের বেশি বয়স্ক হলেও বোর্ডের নির্বাচনে ভোট দেওয়া যাবে। লোধার সুপারিশ শুধু বোর্ডের পদাধিকারের জন্য প্রযোজ্য।

সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে ঘুঁটি সাজানো শুরু করেন শ্রীনি। নিজের মেয়েকে দাঁড় করান তামিলনাড়– ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে। বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। প্রথম মহিলা হিসেবে তামিলনাড়– ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রূপা গুরুনাথ। তামিলনাড়– ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৮৭ তম বার্ষিক সাধারণ সভায় তাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
উল্লেখ্য, রূপার স্বামী তথা শ্রীনিবাসনের জামাই গুরুনাথ ময়াপ্পন আইপিএল ম্যাচ ফিক্সিং কা-ে আজীবন নির্বাসিত। মেয়ে রূপা তামিলনাড়– বোর্ডে নির্বাচিত হওয়ার অর্থ, আপাতত তামিলনাড়–র ক্রিকেটের সমস্ত খুঁটিনাটি মেঘনাদের মতো শ্রীনিই নিয়ন্ত্রণ করবেন। আগামী দিনে যে তার লক্ষ্য বিসিসিআই, সেকথা বলাই বাহুল্য।- সংবাদ প্রতিদিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া