adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের ভাতা ১৫ হাজার টাকা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

ডেস্ক রিপাের্ট : মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর যে সদস্যরা শহীদ হয়েছেন তাদের স্মরণে সারা দেশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় তিনি বলেন, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।

বৃহস্পতিবার দুপুরে সড়কপথ ঢাকা থেকে হবিগঞ্জ যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রাবিরতিকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী বাজটে মুক্তিযুদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১৫ টাকায় উন্নীত করা হবে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলনে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হেদায়েত উদৌলা খান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার, আশুগঞ্জ থানার ওসি মো.মাসুদ আলম।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আশুগঞ্জ বিদ্যুৎকন্দ্রের রেস্ট হাউজে গেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের একাংশ, বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকলীগ এবং ঊর্ধ্বতন কর্মকতারা মন্ত্রীকে ফুলেল শুভচ্ছো জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া