adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেলটেকের এমডি তৌফিক সেরাজ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : স্বনামধন্য বেসরকারি আবাসন প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. তৌফিক এম সেরাজ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ৩টার দিকে কাতারের দোহা বিমানবন্দরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, আমরা স্পেনের বার্সিলোনা যাচ্ছিলাম। কাতারে আমাদের ট্রানজিট ছিলো। দোহার স্থানীয় সময় আনুমানিক রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্লেন অবতরণের ঘোষণা এলো। তখন দেখি যে পাশে ও (তৌফিক) নেই। ও আরেক সিটে বসেছিলো। আমি ভাবলাম ও টয়লেটে গিয়েছে। কিন্তু, প্রায় ১৫ মিনিটের মতো অপেক্ষা করেও দেখলাম যে সে আসছে না। এরপর ওয়াশরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি চিকিৎসেবা দেওয়া হয়। উড়োজাহাজ ল্যান্ড করার পর তৌফিককে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর ডাক্তাররা সব ধরনের চেষ্টা করেছেন। কিন্তু, সে আর ফিরে নাই।

তৌফিক এম সেরাজ মৃত্যুকালে মা, স্ত্রী ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দু-একদিনের মধ্যেই তার মরদেহ দেশে আনা হবে বলে জানা গেছে।

আবাসন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) তিন মেয়াদে সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাবেক সভাপতি ও বাংলাদেশে ইন্সটিটিউট অব প্লানার্সের (বিআইপি)র সভাপতি ছিলেন।

বুয়েটের সাবেক এই শিক্ষার্থী কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া