adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে অভিবাসীরা ৮ বছরের বেশি থাকতে পারবে না

image_63035_0রিয়াদ: সৌদি আরবে কর্মরত বিদেশীদের জন্য দেশটিতে অবস্থানের মেয়াদ সর্বোচ্চ আট বছর করতে যাচ্ছে দেশটির সরকার। নিজ নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। আরব নিউজের বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব  ইন্ডিয়া এবং এনডিটিভি এই খবর জানায়।

দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘নিতাকাত’ আইনটির বর্ধিতকরণের প্রস্তাবনা পেশ করা হয়েছে। নতুন এ প্রস্তাবনায় বলা হয়েছে, “নিজ নাগরিকদের আরো কাজের সুযোগ সৃষ্টি ও উচ্চ বেতন নিশ্চিত করতে এবং বিদেশী কর্মীদের সংখ্যা কমাতে এ আইনটি চালু করা হোক।”

নতুন আইন অনুযায়ী সৌদিতে বসবাসরত স্ত্রী ও দুই সন্তানসহ একজন বিদেশী কর্মী দুইজন কর্মীর সমান বিবেচিত হবে। তিনি ও তার স্ত্রী মিলে পাবেন ১ দশমিক ৫ পয়েন্ট। আর প্রত্যেক সন্তানের জন্য রয়েছে ০ দশমিক ২৫ পয়েন্ট।

এ আইনে একজন বিদেশী কর্মী সর্বোচ্চ তিন পয়েন্ট অর্জন করতে পারবেন। তবে ফিলিস্তিনের নাগরিকদের মতো যারা নিজ দেশে ফেরত যেতে পারবে না তাদের জন্য এ আইন প্রযোজ্য হবে না।

একজন বিদেশী কর্মী সর্বোচ্চ ছয় হাজার সৌদি রিয়াল (এক হাজার ৬০০ ডলার) বেতন পাবেন। ১ দশমিক ৫ পয়েন্ট অর্জনকারীরা এর চেয়ে বেশিও পেতে পারেন। তবে যাদের সনদপত্র সৌদি সরকারের প্রত্যয়ন করা তারা এ বেতন কাঠামোর আওতাভুক্ত নন।

চন্দ্রবর্ষ অনুযায়ী যে বিদেশী কর্মীর চার বছর পূর্ণ হবে সে ১ দশমিক ৫ পয়েন্ট অর্জন করবে। পঞ্চম বছর থেকে মন্ত্রণালয়ের অনুমতিপত্র পাওয়ার পর নিতাকাত আইনে তার হিসাব করা হবে।

ছয় বছর শেষে একজন কর্মী অর্জন করবে দুই পয়েন্ট। সাত বছর শেষে ২ দশমিক ৫ এবং আট বছরের শুরুতে সে তিন পয়েন্ট অর্জন করবে।

নতুন আইনটির প্রস্তাবনায় আরো উল্লেখ করা হয়েছে, দেশটিতে দক্ষ কর্মীর চেয়ে অদক্ষরা বেশি দিন অবস্থান করে।

তবে এ আইনটির বিরোধিতা করেছে দেশটিতে অবস্থানরত অনেক বিদেশী কর্মীরা। তাদের অভিমত, এ আইনের ফলে অনেক বিদেশী কর্মীই দেশটিতে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে। এতে দেশটির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া