adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জোড়া সেঞ্চুরির পরও হারল পাকিস্তান

স্পাের্টস ডেস্ক : জোড়া সেঞ্চুরির পরও হারল পাকিস্তান। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তান হেরেছে ৬ রানে। পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৭৮ রান। শুরু থেকে তারা ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। শেষ পাঁচ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪০ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু এই অবস্থা থেকেও তারা জয় পেতে ব্যর্থ হয়। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে তারা।

পাকিস্তানের দুইজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। ১১২ রান করেন ওপেনার আবিদ আলী। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল আবিদের অভিষেক ম্যাচ। ১০৪ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া ২৫ রান করেন হারিস সোহেল। এই তিন ব্যাটসম্যান ছাড়া অন্য কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান কুল্টার-নাইল ৩টি, কেন রিচার্ডসন ১টি, মার্কাস স্টয়নিস ২টি, নাথান লায়ন ১টি ও অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ৯৮ রান করে রান আউট হন তিনি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়া শুরুটা ভালো করলেও মাঝে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে। দলীয় ১৪০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও আলেক্স ক্যারি। দুজনে মিলে ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন।

দলের রান যখন ২৭৪ তখন রান আউট হন ম্যাক্সওয়েল। ইনিংসের শেষ বলে হারিস সোহেলের হাতে ক্যাচ হন ক্যারি। ৫৫ রান করেন তিনি। অন্যদের মধ্যে উসমান খাজা করেন ৬২ রান। ৩৯ রান করেন অধিনায়ক অ্যারোন ফিঞ্চ।

পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ হাসনাইন ২টি, ইমাদ ওয়াসিম ২টি ও ইয়াসির শাহ ২টি করে উইকেট শিকার করেন। এই জয়ের ফলে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (রবিবার)।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৬ রানে জয়ী অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ইনিংস: ২৭৭/৭ (৫০ ওভার)

(অ্যারোন ফিঞ্চ ৩৯, উসমান খাজা ৬২, শন মার্শ ৫, পিটার হ্যান্ডসকম্ব ৭, মার্কাস স্টয়নিস ২, গ্লেন ম্যাক্সওয়েল ৯৮, আলেক্স ক্যারি ৫৫, নাথান কুল্টার-নাইল ২*; উসমান শিনওয়ারি ০/৫৩, জুনায়েদ খান ০/৪৭, মোহাম্মদ হাসনাইন ২/৫২, ইমাদ ওয়াসিম ২/৫৬, ইয়াসির শাহ ২/৫৭, হারিস সোহেল ০/৯)।

পাকিস্তান ইনিংস: ২৭১/৮ (৫০ ওভার)

(শান মাসুদ ০, আবিদ আলী ১১২, হারিস সোহেল ২৫, মোহাম্মদ রিজওয়ান ১০৪, উমর আকমল ৭, সাদ আলী ৭, ইমাদ ওয়াসিম ১, ইয়াসির শাহ ৩, উসমান শিনওয়ারি ৬, জুনায়েদ খান ০*; নাথান কুল্টার-নাইল ৩/৫৩, কেন রিচার্ডসন ১/৩৭, মার্কাস স্টয়নিস ২/২০, নাথান লায়ন ১/৪৯, অ্যাডাম জাম্পা ১/৪৯, অ্যারোন ফিঞ্চ ০/১৯, গ্লেন ম্যাক্সওয়েল ০/৪১)।

ম্যাচ সেরা: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া