adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরিকসন দায়িত্ব নিলেন চীনা ক্লাব শেনজেনর

ericsonস্পাের্টস ডেস্ক : দ্বিতীয় সারির চাইনিজ ক্লাব শেনজেন এফসি’র কোচের দায়িত্ব নিলেন ইংল্যান্ডের সাবেক কোচ সেভেন-গোরান এরিকসন। মাত্র একমাস আগে এরিকসন চায়নার শীর্ষ সারির ক্লাব সাংহাই এসআইপিজি’র কোচের পদ থেকে সড়ে দাঁড়ান। যদিও তার নেতৃত্বে সাংহাই তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে।
 
সুইডিশ এরিকসন শেনজেনে সাবেক ডাচ জাতীয় দলের খেলোয়াড় ও ম্যানেজার ক্ল্যারেন্স সিডর্ফের স্থলাভিষিক্ত হয়েছেন। সিডর্ফ জুলাইয়ে চাইনিজ সুপার লীগে শেনজেনকে উন্নীত করতে ব্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন।
 
কোচ পরিবর্তনের বিষয়টি সোমবার নিজেদের অফিসিয়াল সামাজিক যোগযোগ মাধ্যমে নিশ্চিত করেছে চায়নার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের ক্লাব শেনজেন এফসি। সেখানে তারা আশাবাদ জানিয়ে বলেছে এরিকসনের সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা ও আধুনিক ফুটবল দর্শন ও চাইনিজ ফুটবল সম্পর্কে ঘনিষ্ঠ জ্ঞান শেনজেনকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবে।
 
দুই বছরের মেয়াদ শেষ করে গত মাসে চায়নার অন্যতম বড় ক্লাব সাংহাইয়ের দায়িত্ব ছেড়েছেন এরিকসন। এরিকসনের প্রথম মেয়াদে সাংহাই চাইনিজ সুপার লিগে রানার্স-আপ হয়েছিল। এছাড়া ২০১৬ এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ আটে খেলেছে।
 
কিন্তু সেখানে আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার জিওনবাক হুন্দাই মটরস ক্লাবের কাছে দ্বিতীয় লেগে ৫-০ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়।
অভিজ্ঞ এই কোচ কোচিং ক্যারিয়ারে ২০০১-২০০৬ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দল ছাড়াও পরবর্তীতে ম্যানচেস্টার সিটি ও লিস্টার সিটিকে নেতৃত্ব দিয়েছেন।
 
শেনজেন সিডর্ফের অবদানের জন্য ধন্যবাদ জানালেও চাকরি ছেড়ে যাবার বিষয়ে কোন কারণ দেখায়নি। ২০১১ সালে ক্লাবটি চায়নার দ্বিতীয় বিভাগে রেলিগেটেড হয়ে নেমে গিয়েছিল। বাসস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া