adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল্লাহর নামে যুক্তরাষ্ট্রে টহলরত পুলিশের ওপর গুলি আইএস জঙ্গির (ভিডিও)

usa isআন্তর্জাতিক ডেস্ক : এবার আল্লাহর নামে যুক্তরাষ্ট্রের টহলরত পুলিশকে কাছ থেকে গুলি করলেন এক ইসলামিক স্টেট জঙ্গি। তার নাম এডওয়ার্ড আর্চার। চোরাই অস্ত্র ব্যবহার করে পুলিশকে গুলি করে এডওয়ার্ড আর্চার। যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির। 

আহত পুলিশ অফিসারের নাম জেস হার্থনেট। এডওয়ার্ড আর্চার ১১টি গুলি জেন হার্থনেটকে লক্ষ্য করে ছুড়ে। আহত অবস্থায় হার্থনেট গাড়ি থেকে বের হয়ে আর্চারকে লক্ষ্য করে তিনবার গুলি ছুড়ে। কয়েক মিনিট বাদে আর্চারকে গ্রেফতার করে পুলিশ। 

ধরা পড়ার পর আর্চার পুলিশকে গুলি করার কথা স্বীকার করে। ইসলামের নামে সেই এ কাজ করেছে বলে জানায়। আর্চারের মতে পুলিশ ইসলাম বিরোধী আইন পালন করে। এ কারণে পুলিশের ওপর গুলি ছুড়ে সে। পুলিশ কমিশনার রিচার্ড রোজ উপস্থিত গণমাধ্যমকে এসব কথা বলেন। 

এদিকে আর্চারের মা ভেলেরি হলিডে বলেন, তার ছেলে মানসিক ভাবে অসুস্থ। এছাড়া তার মস্তিষ্কে একাধিক জখম রয়েছে। তবে আর্চার একজন ধর্মপ্রাণ মুসলিম বলে তার মা জানায়। মামলার তদন্তকারীরা এ কথা বলেন। 

যে বন্দুক দিয়ে আর্চার গুলি চালায় সেটি ২০১৩ সালে পুলিশের হেফাজত থেকে চুরি হয়ে গিয়েছিল। পুলিশ কমিশনার রস এ কথা বলেন। 

খবরে বলা হয়, গত বছরের মার্চে হামলার করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন আর্চার। 


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া