adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে নৌকার প্রচারে পেট্রল বোমা, দগ্ধ ৩

ডেস্ক রিপাের্ট : চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলমের গণসংযোগে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবিরহাটের জাহানাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সাদ্দাম হোসেন (২৮), মো.রায়হান (২০) ও তৈয়ব উদ্দিন (২৮)। এছাড়া লোহার রডের আঘাতে আহত হন আবু সালেহ মোহাম্মদ সামশুদ্দিন (৪২)।

জানা গেছে, সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় দিদারুল আলমের নেতৃত্বে নেতাকর্মীদের গণসংযোগ করছিলেন। পাশেই গ্রামের ভেতরে ধানের শীষের পক্ষে গণসংযোগ চলছিল। সেই সময় হঠাৎ করেই বোমা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় দিদারুল আলম বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে বার্ন ইউনিটে এবং লোহার রডের আঘাতে গুরুতর আহত একজনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া