adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে কঠিন দল মনে করেন টেলর

স্পাের্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখিয়েছেন স্পিনাররা। নয়টির মধ্যে আটটি উইকেটই পেয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তাই স্পিন আক্রমণ নিয়ে বাংলাদেশেকে অন্যতম কঠিন দল মনে করেন জিম্বাবুয়ের হয়ে আজ সেঞ্চুরি পাওয়ার ব্রেন্ডন টেলর।

মিরপুরে আজ সেঞ্চুরির পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টেলর। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং কেমন উপভোগ করে জানতে চাইলে জিম্বাবুয়ে এ তারকা বলেন, ‘হা, অবশ্যই আমি বাংলাদেশের বিপক্ষেই অনেক টেস্ট খেলেছি। কিন্তু আমার সর্বদাই মনে হয় স্পিনারদের নিয়ে তার অন্যতম কঠিন একটি দল। আমরা বুলাওয়ে কিংবা হারারে যেখানেই খেলিনা কেন বছরের পর বছর ধরে রাজ্জাক, সাকিব এমনকি মোহাম্মদ রফিকরা সবসময়ই কঠিন চ্যালেঞ্জ ছিল। সম্ভবত আজকের ইনিংসটি আমার জন্য ভালো একটি ছিল। তাই আজই হয়তো আমার সেরাটা করলাম। আশা করছি এই খেলা থেকে আমরা কিছু বের করে আনতে পারব এবং যতটা দীর্ঘ সময় সম্ভব ব্যাট করতে পারব, যদিও এটা বেশ কঠিন হবে।’

প্রথম ইনিংস শেষে ২১৮ রানে পিছিয়ে থাকার পর এই ম্যাচে কি প্রত্যাশা টেলরের? অন্তত ড্র করে সিরিজ জিতলে কেমন অনূভুতি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য কত বড় ব্যাপার সেটা বোঝাতে পারব না। এটা খুবই দারুন অনুভূতি এবং চমৎকার অর্জন হবে। সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশ আমাদের ওপর আধিপত্য বিস্তার করে চলছে। তাই এখানে শুধু একটা টেস্ট জয়ই অনেক বড় ছিল। এটা এমন কিছু যা আমি দীর্ঘ দিন ধরে মনেপ্রাণে চেয়েছি। এখনও অনেক খেলা বাকি আছে। আজ রাতের আলোচনা হচ্ছে যে, আমাদের অনেক খেলতে হবে। কোনভাবেই থুবড়ে পড়া কিংবা হাল ছেড়ে দেয়ার সুযোগ নেই। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া