adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘‘বাংলাদেশ ঢুকে হিন্দুদের স্বার্থরক্ষা করুক ভারতীয় সেনাবাহিনী’’

আন্তর্জাতিক ডেস্ক : দেশ ভাগ হবার পর থেকে ধারাবাহিকভাবে কখনও পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশে থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসছে হিন্দুরা। তাদের আশ্রয়ও দেওয়া হচ্ছে, কিন্তু এতে জন বিস্ফোরণ হচ্ছে এপার বাংলায়। তাই এবার থেকে বাংলাদেশ যদি হিন্দুদের আশ্রয় দিতে না পারে তাহলে তাদের থাকার জন্য জায়গা ছেড়ে দিক ভারতকে। নাহলে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে হিন্দুদের স্বার্থরক্ষা করুক৷ এমনই দাবি তুললেন কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা তপন ঘোষ৷

যদিও একটি সার্বভৌম রাষ্ট্র্রের সীমান্ত কী করে অতিক্রম করবে ভারতের সেনা সেই বিষয়টি খুলে বলেননি তপনবাবু ।

বৃহস্পতিবার মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে ‘সৃজন’ এবং ‘সিংহবাহিনী’ নামে দুটি সংগঠনের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হয়৷ ‘চার্টার অফ হিন্দু ডিমান্ড’নামে এই সম্মেলনে হিন্দুদের ধর্মীয় এবং অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে এমন আটটি বিষয় নিয়ে আলোচনা হয়। এই সভাতেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে দাবি তুলে তপন ঘোষ বলেন, ‘‘প্রতিবার বাংলাদেশের উগ্র ইসালামিস্টরা অত্যাচার করে হিন্দুদের পশ্চিমবঙ্গে আসতে বাধ্য করে৷ আহা এরা কোথায় যাবে বলে আমরাও ওদের আশ্রয় দিয়ে দিই৷ আর এতেই ওরা পেয়ে বসেছে। এরপর বাংলাদেশ থেকে একজন হিন্দুও যদি ভারতে আসে তার বাসস্থানের জন্য প্রয়োজনীয় জায়গা আমরা ছিনিয়ে নেব৷ নাহলে খুলনা এবং হিন্দু অধ্যুষিত পাঁচটি অঞ্চল ভারতকে দিয়ে দিক বাংলাদেশ।

শুধুমাত্র বাংলাদেশী হিন্দু নয়৷ ভারত থেকে গো মাংস রফতানি বন্ধ, ভারতীয় সংবিধানের ৩৫(ক) এবং ৩৭০ ধারার বিলোপ এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা ধর্মীয় স্বাধীনতা আইনের সংস্কারের মত বিষয় নিয়ে আলোচনা হয় বিবেকানন্দ অডিটোরিয়ামের অনুষ্ঠানটিতে৷ সম্মেলনটিতে উৎসাহী মানুষের ভিড় ছিল৷ নিজেদের আট দফা দাবির সমর্থনে সম্মেলনে উপস্থিত শ্রোতাদের কাছ থেকে স্বাক্ষর ও সংগ্রহ করছে, ‘চার্টার অফ হিন্দু ডিমান্ড’-এর উদ্যোক্তারা।

দিল্লি, অসম থেকেও এই সম্মেলনে অংশগ্রহন করেছিলেন অনেকে৷ তবে শুধু কলকাতাতেই নয় দিল্লি, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন জায়গাতে এই রকম হিন্দু সমাবেশের মাধ্যমে নিজেদের দাবির সপক্ষে মতামত তৈরি এবং স্বাক্ষর সংগ্রহ চলছে বলে জানিয়েছেন তপন ঘোষ। -কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া