adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পানামা জয়ের পর দেশবাসীর উদ্দেশ্যে লিওনেল মেসির চিঠি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল প্রিয় মানুষ পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচের দিন মেসিদের অভ্যর্থনা জানিয়েছে। দেশের মানুষের অভ্যর্থনায় আপ্লুত লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে চোখের জল ধরে রাখতে পারেননি। এরপরই দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি লিখেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বজয়ের ৯৫ দিন পর গত ২৩ মার্চ প্রথম মাঠে নামে আর্জেন্টিনা। পানামার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচের দিন ৮৩ হাজারের স্টেডিয়াম স্বাগত জানিয়েছিল মেসি এবং তার সতীর্থদের। ফুটবলপ্রেমীদের মেসি, মেসি চিৎকারের সঙ্গে গলা মিলিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। বিশ্বজয়ীদের বরণ করে নিতে আয়োজনের ক্রুটি রাখেননি ফুটবল কর্তারা। – চ্যানেল২৪

স্ত্রী, সন্তানদের নিয়ে আরও একবার বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করার ব্যবস্থা করা হয় সেদিন। প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় ফুটবল বিশ্বকাপের রেপ্লিকা। স্টেডিয়ামে তৈরি হওয়া আবহে আবেগ সংযত রাখতে পারেননি বিশ্বজয়ী অধিনায়ক। কেঁদে ফেলেছিলেন মেসি। সেখানেই শেষ নয়। সমাজমাধ্যমে ফুটবলপ্রেমীদের আবেগঘন চিঠি লিখেছেন তাদের প্রিয় লিও।

নিজের সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশ্যে মেসি লিখেন, অনেকবার কল্পনা করেছি, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলে কেমন হতে পারে। কিন্তু এখনকার অনুভূতি বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। এত ভালবাসার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। এই দিনগুলি আমার কাছে বিশেষ। শুধু এটুকু বলতে পারি, আর্জেন্টিনার সমস্ত মানুষকে উৎসবে মাততে দেখে ভীষণ আনন্দ পেয়েছি, দারুণ উপভোগ করেছি। আপনাদের উদযাপন আমাকে অপরিসীম আনন্দ দিয়েছে। এভাবে উদযাপন করা আর একটা সাফল্য। সকলকে অনেক ধন্যবাদ। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া