adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় দলে কোহলি নেই বলে হতাশ পাকিস্তানি পেসার হাসান

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। এই আসরে ভারত তাদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে রেখেছে। এই কারণে হতাশ ২৪ বছর বয়সী পাকিস্তানি পেসার হাসান আলী। কোহলির উইকেটটি নেয়ার খুব ইচ্ছা তার।

এমনিতে দীর্ঘদিন ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না। তবে আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে তাদের মুখোমুখি হবে দেখা যায়। গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।

ওই ম্যাচে বিরাট কোহলির বিপক্ষে বল করার সুযোগ পাননি হাসান আলী। তিনি বলে আসার আগেই বিরাট কোহলি আউট হয়েছিলেন। মোহাম্মদ আমিরের বলে শাদব খানের হাতে ক্যাচ হয়েছিলেন বিরাট কোহলি।

বিরাট কোহলিকে নিয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির বলেছেন, ‘বিরাট কোহলি একজন দারুণ খেলোয়াড়। সবাই জানে যে, সে একজন ম্যাচ উইনার খেলোয়াড়। তিনি দলে না থাকলেও ভারতের টিমটা শক্তিশালী। আমাদের সুবিধাটা হচ্ছে, বিরাট কোহলি যেভাবে চাপের মুহূর্ত সামলাতে পারে তার বদলে দলে যে এসেছে সে হয়তো তেমনটা পারবে না।’

তিনি আরো বলেন, ‘একজন তরুণ বোলার হিসাবে প্রত্যেকেই বিরাট কোহলির উইকেটটি নিতে চায়। কিন্তু দুঃখজনভাবে তিনি দলে নেই। কিন্তু পরবর্তীতে আমরা যখন ওদের বিপক্ষে খেলব তখন চেষ্টা করব বিরাট কোহলির উইকেটটি নেয়ার।’

আগামী ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচটি নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ। এই ম্যাচের টিকিট আগেই শেষ হয়ে গিয়েছে। -ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া