adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে অস্ট্রেলিয়া গোয়েন্দা তথ্য বিনিময় করবে

news_img (1)আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া ও ইরান গোয়েন্দা তথ্য বিনিময় করবে। মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের গতিবিধির ওপর লক্ষ্য রাখতে ও বিদেশি যোদ্ধাদের সম্পর্কে তথ্য দিতে এই তথ্য বিনিময় হবে দুই দেশের মধ্যে। সূত্র -এএফপির।
রোববার ইরান সফরে এসে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপ এসব বলেন। এর আগে তেহরানে জুলিয়া বিশপ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন। এরপর রাষ্ট্রপতি হাসান রুহানি ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন জুলিয়া বিশপ। 

জুলিয়া বিশপ বলেন, ইরানের কাছ থেকে আমরা সেই সব বিদেশি যোদ্ধাদের সম্পর্কে তথ্য চেয়েছি যারা অস্ট্রেলিয়া থেকে এসে আইএসে যোগ দিয়েছে এবং তাদের সঙ্গে যুদ্ধ করছে।ইরাকে ও সিরিয়াতে এদের অবস্থান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। 
ধারনা করা হচ্ছে শতাধিক অস্ট্রেলিয়া নাগরিক ইরাকে ও সিরিয়াতে ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া