adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে প্রধানমন্ত্রী – মানুষের কল্যাণে বাজেট প্রণয়ন করা হয়েছে

ডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যান্য সরকারগুলোর মতো কতিপয় মানুষের বা গোষ্ঠীর স্বার্থ বিবেচনা করে নয়, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। খবর বাসসের

প্রধানমন্ত্রী বলেন, ‘একদা দেশের জনগণ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল। আমাদের অর্থনৈতিক কর্মসূচির ওপর ভরসা করে সে স্বপ্ন এখন আবার তারা দেখতে শুরু করেছে। ২০০১ সালের ঝড়ের পর ২০০৯ সালে আমরা সরকার গঠন করলে সত্যিই মানুষের দিন বদল হতে শুরু করে।’

তিনি বলেন, ‘আগামী এক বছর দেশ কীভাবে চলবে, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন কীভাবে হবে তারই প্রতিফলন ঘটেছে এই বাজেটে।’

একটানা ১০টি বাজেট উপস্থানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাজেটটি এমন একটি চমৎকার বাজেট যে বাজেট নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না।’

শেখ হাসিনা বলেন, “তিনি (অর্থমন্ত্রী) এবার যে বাজেট দিয়েছেন তার শিরোনাম হচ্ছে ‘সমৃদ্ধ আগামীর পথ যাত্রায় বাংলাদেশ’। ঠিকই আমরা সমৃদ্ধ আগামীর পথেই এগিয়ে যাচ্ছি।”

শেখ হাসিনা বলেন, গত ১০ বছরে বাজেটের আকার সাতগুণ বৃদ্ধি করা হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ বছরে দেশের বাজেট যেখানে ছিল প্রায় ৬১ হাজার কোটি টাকা, এবারের বাজেট বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা, যে বাজেটের প্রায় ৯০ শতাংশই বাস্তবায়ন হচ্ছে নিজস্ব অর্থায়ন থেকে।

বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশ ৭ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, চলতি অর্থবছরের শেষ নাগাদ এবার ৭ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।

প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ কখনও পিছিয়ে থাকতে পারে না।

শেখ হাসিনা তার সরকারকে একটি পরিবার হিসেবে আখ্যায়িত করে বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম বৃহৎ অর্থনীতির দেশ। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই সরকারের পক্ষে এই অর্জন সম্ভব হয়েছে।

উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

দেশের উন্নয়নে তার সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনার পাশাপাশি ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই সে পরিকল্পনা প্রণয়নের কাজও ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’

রোহিঙ্গা ইস্যু সম্পর্কে শেখ হাসিনা বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে তার সরকার মানবিক কারণে আশ্রয় দিয়েছে এবং সর্বোপরি স্থানীয় জনগণের সমস্যা লাঘবেও সরকার সচেতন রয়েছে।

তার সরকারের সময়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের খণ্ডচিত্র তুলে ধরে সরকার প্রধান বলেন, সরকারের গৃহীত কর্মসূচির ফলে বাংলাদেশে একজনও আর গৃহহীন থাকবে না।

তিনি এদিন সংসদে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে সরকারের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করলেও মুক্তিযোদ্ধা কোটা থাকার পক্ষে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান এবং এই বিষয়ে কেবিনেট সচিবের নেতত্বে একটি কমিটি কাজ করছে বলেও উল্লেখ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পক্ষেও সরকারের অবস্থান ব্যক্ত করেন।

পদ্মা সেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত এবং পটুয়াখালী ও বরিশালেও রেল যোগাযোগ স্থাপনের জন্য একটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে তার সরকারের আলোচনা চলছে বলেও প্রধানমন্ত্রী জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া