adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ-বদি ভাই ভাই!

ডেস্ক রিপাের্ট : বদির মতো মাদক গডফাদারদের শেলটার দিচ্ছে পুলিশ। এমন অভিযোগ পত্র-পত্রিকায় অনেক আগে থেকেই আসছে। কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে যখন সরকারের মাদকবিরোধী অভিযানে পুলিশ পাহারায় মাদকের হাট চলছে। টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের শেলটার দিয়ে আইনের বাইরে রাখার চেষ্টা করছে পুলিশ! রাজধানীসহ সারাদেশে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের একটা গভীর সম্পর্ক রয়েছে। যেন দু’ভাই মিলে ব্যবসায় নেমেছে। এক ভাই পাহারা দিচ্ছে আরেক ভাই জমিয়ে ব্যবসা করছে।

বদির মতো আরো অনেক গডফাদার রয়েছে এদেশে। তাদের পরিবর্তে প্রাণ যাচ্ছে একরামুলের মতো নিরাপরাধ মানুষের। কিছু প্রমাণ সামনে আসছে বলেই ইতিহাসের পাতায় লেখা হচ্ছে। বাকিগুলো জোয়ার-ভাটার খেলা খেলছে।

দেশের এই চলমান অবস্থান নিয়ে অনেক পত্র-পত্রিকা, লেখক, ব্লগার, বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ মানুষও এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছে। রাষ্ট্র যেন তাদের আর্তনাদ শুনতে পাচ্ছে না। রাষ্ট্র যেন ঘুমের ভান করে অাছে। ঘুম থেকে উঠে বলে এত বড় অভিযানে দু’একটা ভুল হতেই পারে।

মাস খানেক ধরে রাতের আধারে চলছে এই মাদক-বিরোধী অভিযান। এতে প্রাণ ঝরেছে অনেক মানুষের। গ্রেফতার হয়েছে ১৩ হাজার আর মামলা হয়েছে আরো ১০ হাজার। এই অভিযানে একরামুলের মতো আরো কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই রাষ্ট্র। সেই টেপ রেকর্ড হয়তো নিহতের রক্তের সাথেই মিশে গেছে।

অথচ যারা গডফাদারদের শেলটার দিয়ে তাদের সাথে মিশে আছে তারাই সুখে আছে। প্রশ্ন জাগে, বদি আর পুলিশের বিরুদ্ধে আর কতো অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে? তারা কি ধরা-ছোয়ার বাইরেই থেকে যাবে? নাকি স্লোগান হবে, পুলিশ-বদি ভাই ভাই, নিরহরা সৎ ভাই।

রাষ্ট্র হয়তো তখন চিৎকার করে বলতে চাইবে- তোমায় কাছেই তো ভালো ছিলাম গুরু।

প্রসঙ্গত, গত ১৪ মে থেকে শুরু হওয়া সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ৩ ‍জুন পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারাদেশে বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের এই যুদ্ধকে সবাই স্বাগত জানিয়েছে। কিন্তু একরামের হত্যার পর সবার কাছেই এই অভিযান প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। -আমাদেরসময় ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া