adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এসএ গেমসে পদকজয়ীদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান গেমসের ১৩তম আসরে সকল স্বর্ণজয়ী খেলোয়াড়সহ ক্রীড়াবিদদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সর্বশেষ পুরুষ ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে বাংলাদেশের দামাল ছেলেরা স্বর্ণ ছিনিয়ে আনে। এর আগের দিন নারী ক্রিকেটেও বাজিমাত করেছে সালমা খাতুনরা।

এবারের আসরে বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশিদের জয়জয়কার। সদ্য শেষ হওয়া এই এসএ গেমসের আসরে সর্বোচ্চ সোনা এসেছে আর্চারি থেকে। ১০ ইভেন্টের আর্চারির সবকটিতেই জয় পেয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা।

এবারের আসরে সবমিলিয়ে মোট ১৯টি সোনা জিতেছে বাংলাদেশ। যা সর্বোচ্চ সোনা জয়ের বছর ২০১০-কেও ছাড়িয়ে গেছে। সেবারও মোট ১৮টি স্বর্ণ জয় করেছিলো বাংলাদেশ। দারুণ এ সাফল্যে প্রধানমন্ত্রী সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

এ ব্যাপারে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, আমি স্বর্ণজয়ী সকল অ্যাথলেটদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং গণভবনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

উল্লেখ্য, এবারের এসএ গেমসের পদক জয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কারও। গেমস শুরু হওয়ার আগে এ কথা জানিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
একক ইভেন্টে স্বর্ণজয়ী খেলোয়াড়কে দেওয়া হবে ৬ লাখ টাকা। রুপা ও ব্রোঞ্জজয়ী পাবেন তিন লাখ ও এক লাখ করে টাকা। অবশ্য দলীয় ইভেন্টে থাকছে ব্যবধান। এতে স্বর্ণজয়ী দল পাবে এক লাখ টাকা। আর রুপা ও ব্রোঞ্জজয়ী দলকে দেওয়া হবে যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া