adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে রিজভী – শেখ হাসিনার বিচারে পরবর্তী টার্গেট তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার প্রক্রিয়ার পর এখন পরবর্তী টার্গেট হচ্ছেন তারেক রহমান।তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বার বার গভীর উদ্বেগ প্রকাশ করলেও কারাকর্তৃপক্ষ কোন উদ্যোগই গ্রহণ করছে না। বেগম খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেয়া হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য ডাহা মিথ্যাচার বলেও মন্তব্য করেছে রিজভী।

বুধবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, এটাতো শেখ হাসিনার বিচার। এখানে কোনো আইনের শাসন নেই। এটা শেখ হাসিনার বিচার, আওয়ামী বিচার, প্রকৃত আইনের বিচার নয়। আইনের শাসনকে কালো কাপড় দিয়ে তুলে রেখেছে।বিচারকরা কখনো কখনো ন্যায়ের পক্ষে রায় দিলে তারা দেশে থাকতে পারেন না। সুতরাং তিনি তো চাইবেন রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে।

রিজভী আরো বলেন, শেখ হাসিনা যেমন অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসনকে কারারুদ্ধ করে রেখেছে, জুলুম নির্যাতন করছে তার চিকিৎসা করতে দিচ্ছে না। মানসিক ও শারীরিক ভাবে হেনস্তা করছে। এখন শেখ হাসিনার পরবর্তী টার্গেট হচ্ছেন তারেক রহমান। তাকে টার্গেট করে তার যে মনের ক্ষোভ ও প্রতিহিংসা চরিতার্থ করার রোডম্যাপ খোলার চেষ্টা করছেন। এতে লাভ হবে না। কারণ পৃথিবীর সব দেশ তো আর শেখ হাসিনার মত একনায়কতান্ত্রিক গণতন্ত্রের দেশ নয়। অন্যান্য দেশে মানবিক মুল্যবোধ আছে। সেখানে অনেক কিছুই মানবাধিকারের সঙ্গে জড়িত আছে।

খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, সরকারি মেডিকেল বোর্ড দেশনেত্রীকে অর্থপেডিক বেড দেয়াসহ যেসব চিকিৎসার সুপারিশ করেছিল তা এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। কারাগারে বেগম খালেদা জিয়ার কোন চিকিৎসাই হচ্ছে না। কারাকর্তৃপক্ষ ও সরকার যে ধরণের আচরণ করেছে এবং তাঁর চিকিৎসা নিয়ে টালবাহানা করছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও অসুস্থাকে আড়াল করতে সরকারের নানা ফন্দিফিকির বন্ধ করে তাঁর নিজস্ব চিকিৎসকদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান করার জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে দেশনেত্রীকে তাঁর পছন্দানুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য আবারও জোর দাবি জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটেনের স্বনামধন্য টিভি চ্যানেল-ফোর এর পক্ষ থেকে বাংলাদেশে বিরোধী দল ও মতের ব্যক্তিদের নিখোঁজ হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান। এটা যুগে যুগে স্বৈরশাসকদেরই একটা আচরণ। শেখ হাসিনার ভাগ্নী ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকীকে ব্রিটেনের চ্যানেল ফোর এর পক্ষ থেকে বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন ও নিখোঁজ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন-বিশ্বের যেকোন জায়গায় গুম-খুনের ঘটনা ঘটলে এর নিন্দা জানাই, বাংলাদেশও এর অন্তর্ভুক্ত।

রিজভী বলেন, ২০১৬ সালে গ্রেফতার ও আটক নিয়ে সুপ্রিম কোর্ট পুলিশের ক্ষমতার অপব্যবহার ও আইন শৃঙ্খলা বাহিনীর উৎপীড়ণের বিরুদ্ধে বিচারককে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে রুল জারি করেছিল, কিন্তু সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে শুধু অগ্রাহ্যই করছে না, বরং ঠান্ডা মাথায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন বহির্ভূতভাবে গ্রেফতার, পূণঃগ্রেফতার, গ্রেফতার না দেখিয়ে আটক করে রাখাসহ অবিরাম নিষ্ঠুর পৈশাচিক নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি এর হাড়হিম করা ঘটনা হলো কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে ডিবি অফিসে নিয়ে যাওয়া। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ। তবে এসব বিষয়ে সরকার নিশ্চল, নিশ্চুপ এবং দুস্কর্মের সহায়তাকারী। সুতরাং এই ঘটনা আইনের শাসনের চোখেই কালো কাপড় বাঁধার শামিল।

গতরাত ১০টায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি এইচ এম রাশেদকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানা বিএনপি নেতা তাজ উদ্দিন তাইজুকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া