adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ দুই ধাপ উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক : বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা অনুযায়ী বাংলাদেশের ২ ধাপ উন্নতি হয়েছে। অর্থাৎ দুর্নীতি কমেছে। ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। যেখানে ২০১৬ সালে ছিল ১৫তম।

যথাক্রমে- ২০১৫ সালে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম, ২০১৪ সালে ১৪তম, ২০১৩ সালে ১৬তম এবং ২০১২ সালে অবস্থান ছিল ১৩তম।

বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলে ২০১৭ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে ০ থেকে ১০০ এর স্কেলে ২৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) ১৪৩তম। একই স্কোর পেয়ে গুয়েতমালা, কেনিয়া, লেবানন ও মৌরিতানিয়ার সঙ্গে বাংলাদেশের অবস্থান। বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, কম দুর্নীতিগ্রস্ত নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানানো হয়।

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রতি বছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে। এরই ধারাবাহিকতায় সিপিআই-২০১৭ (করাপশন পারসেপশনস ইনডেক্স) প্রতিবেদন প্রকাশ করা হলো।

সংবাদ সম্মেলনে টিআইবির টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ‘দুর্নীতি কমেছে এ স্কোর থেকে সন্তোষজনক বলা যাবে না। স্কোর বিবেচনায় বাংলাদেশ এখনো উদ্বেগজনক অবস্থানে রয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজুর রহমান, উপনির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি পরিচালক মো. রফিকুল হাসান প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া