adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবানের আত্মঘাতী হামলার ড্রোন ভিডিও প্রকাশ

taliban-drone-footage_28489_1477213701আন্তর্জাতিক ডেস্ক : আফগান চরমপন্থী সংগঠন তালেবানের পক্ষ থেকে আত্মঘাতী হামলার এক ড্রোন ভিডিও প্রকাশ করা হয়েছে। আর এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।
 
ফুটেজে দেখা গেছে, আত্মঘাতী তালেবান সদস্য হামভি মডেলের একটি গাড়ি নিয়ে দেশটির হেলমেন্দ প্রদেশের এক পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে তা উড়িয়ে দেয়।
 
এদিকে তালেবান প্রকাশিত ভিডিও ফুটেজটি সত্যি বলে নিশ্চিত করেছে দেশটির এক সরকারি কর্মকর্তা।
 
তালেবান প্রথমবারের মতো এ ধরনের ড্রোন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তবে ইরাক ও সিরিয়ায় যুদ্ধে লিপ্ত অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো আগেই এ ধরনের ভিডিও প্রকাশ করেছে।
 
২৩ মিনিটের এই ভিডিও বার্তার শুরুতে আত্মঘাতী ওই তালেবান সদস্য হামভি গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলেন। গাড়িটি আফগান বাহিনীকে আমেরিকান কর্তৃপক্ষ প্রদান করে।
 
বার্তায় আত্মঘাতী তালেবান সদস্য বলেন, এটা আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত। আমি আফগান সরকারি বাহিনীকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, এখনই আমাদের সঙ্গে যোগ দাও, নয়তো তোমাদের দেয়া মার্কিনীদের উপহারেই তোমাদের ওপর হামলা চালানো হবে।
 
ওই হামলায় তালেবান সদস্য ও ঊর্ধতন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হন।
 
মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী ২০০১ সাল থেকে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে এই ড্রোন ব্যবহার করে আসছে।

https://www.youtube.com/watch?v=XPyh3JuyxOA

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া