adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের হতাশা বাড়ালেন ধনঞ্জয়া ডি-সিলভা

Sri Lanka's Dhananjaya de Silva acknowledges the crowed after scoring fifty runs during the second day of their first test cricket match against Bangladesh in Chittagong, Bangladesh, Thursday, Feb. 1, 2018. (AP Photo/A.M. Ahad) ক্রীড়া প্রতিবেদক : সকাল বেলায়ই সতীর্থ কুশল মেন্ডিসকে সেঞ্চুরি করে জন্মদিন উদযাপন করতে দেখেছেন ধনঞ্জয়া ডি সিলভা। এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান নিজেও ছিলেন টেস্ট ক্যারিয়ারের ১হাজার রান থেকে খুব সামান্য দুরত্বেই। ব্যক্তিগত ১৫৪ রানের মাথায় মাইলফলকটি স্পর্শ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার হয়ে টেস্টে দ্রুততম একহাজার রানের তালিকায় সাবেক ক্রিকেটার রয় ডায়াসের সাথে যৌথভাবে তিনি আছেন শীর্ষে। এতে করে শুক্রবার তৃতীয় দিনের খেলায় হতাশা বেড়েছেই বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তারা এখনও ২৪৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে।

২৬ বছর বয়সী ধনঞ্জয়ার টেস্ট অভিষেক হয়েছে ২০১৬ সালের জুনে। বাংলাদেশের সাথে সিরিজের চলতি প্রথম টেস্ট সহ গত দেড় বছরে মোট ১২টি ম্যাচ খেলেছেন এই অল রাউন্ডার। আর একহাজার রান পূর্ণ করতে তার ব্যাট করতে হয়েছে ২৩ ইনিংস। এসময় ৪ সেঞ্চুরির পাশাপাশি দু'টি ফিফটি করেছেন ধনঞ্জয়া। শুক্রবার তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিয়ারে আগের সর্বোচ্চ ১২৯ রানকে।

শ্রীলঙ্কা স্কোরবোর্ডে দলের কোন রান ওঠার আগেই উইকেট হারায় বৃহস্পতিবার। এরপর নিজেদের সঙ্গ ছাড়েননি মেন্ডিস ও ধনঞ্জয়া। প্রায় ৭১ ওভার দুজনে খেলে ফেলেছেন একসাথে। যোগ করেছেন ২৬৯ রান। বৃহস্পতিবারই সেঞ্চুরি করেন ধনঞ্জয়া। আর নিজের জন্মদিনের জন্য হয়ত সেদিন সেঞ্চুরিটি জমা রেখে ৮৩ রান অপরাজিত ছিলেন মেন্ডিস। শুক্রবার নিজের জন্মদিনের সকালে নিজেকে উপহার দিয়েই যেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটি তুলে নিয়েছেন।

আর ৭২ তম ওভারের পঞ্চম বলে মাইলফলক ছুঁয়ে ফেলেন ধনঞ্জয়া। রয় ডায়াসের সাথে যৌথভাবে দ্রুততম লঙ্কান হিসেবে টেস্টে একহাজার রান করেছেন তিনি। ধনঞ্জয়া ১৫৭ ও মেন্ডিস ১১২ রানে ব্যাট করছেন।

 
সেঞ্চুরি করে জন্মদিন উদযাপন মেন্ডিসের –

 শ্রীলঙ্কার বিপক্ষে লিড নেয়ার স্বপ্ন নিয়েই সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। তবে শুক্রবার দিনের শুরুটা বাংলাদেশের জন্য হতাশাজনকই হয়েছে। আগের দিনই সেঞ্চুরি করেছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। আর এদিন সকালে চার মেরে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার কুশল মেন্ডিসও। দিনটিও বিশেষ, কারণ এদিনই তার জন্মদিন। আর এটি বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি। এদিন উইকেট নেয়ার কোন সুযোগই সৃষ্টি করতে পারেননি টাইগার বোলাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬১ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ২৩১ রান। গতকালের পর এখন পর্যন্ত আর কোন উইকেট হারায়নি দলটি।

১ উইকেটের বিনিময়ে ১৮৭ রান নিয়ে দিন শুরুটা দেখেশুনেই করেছিলেন দুই সেট ব্যাটসম্যান ধনঞ্জয়া ও মেন্ডিস। ৫১ তম ওভারে মেন্ডিসের আউট হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বল মেন্ডিসের ব্যাটের কানায় লেগে দুই স্লিপ ফিল্ডারের মাঝখান দিয়ে বাউন্ডারি অতিক্রম করে। দুজন ফিল্ডার ঝাপিয়ে পড়েও ক্যাচটি মুঠোবন্দি করতে পারেননি।

এরপর দুই লঙ্কানই নিজেদের স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাট চালিয়ে যান। এর মাঝেই বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের ৬১ তম ওভারের তৃতীয় বলে চার মেরে শতরান পূর্ণ করেন মেন্ডিস। জন্মদিনে দারুণ ভঙ্গিতে সেঞ্চুরি পূর্ণ করেছেন এই ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। ওই ওভার শেষে তার সংগ্রহ দাঁড়ায় ১০১ রান। সঙ্গী ধনঞ্জয়ার সংগ্রহ ১৩০ রান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে স্কোরবোর্ডে ইতোমধ্যে যোগ করেছেন ২৩১ রান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া