adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো আর্জেন্টিনা ফুটবল দল

ARJRNTINAস্পোর্টস ডেস্ক :  কোপা লিভারতাদোস, দক্ষিণ আমেরিকার বার্ষিক ক্লাব প্রতিযোগিতার জমজমাট আসর। আসরটিতে খেলতে হলে উত্তীর্ণ হতে হয় বাছাইপর্ব।  বুধবার সেই উদ্দেশেই ভেনেজুয়েলার বাজধানী কারাকাসে উড়ে যায় আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো হুরাকেন। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ধাক্কা খেল তারা। টিম বাস উল্টে গিয়েও প্রাণে বেঁচে গেলেন আর্জেন্টাইন ক্লাবটির ফুটবলার থেকে স্টাফরা। 

সূত্র জানিয়েছে, বুধবার কারাকাস থেকে স্টেট অফ ভার্গাসে আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল হুরাকেনের টিম বাসটি। দুর্ভাগ্যের বিষয়, স্টিপ মাউন্টেনের পাহাড়ি রাস্তা থেকে যখন দ্রুতগতিতে নেমে আসছিল, দখন বাসটি ব্রেকফেল করে বসে। দুর্ঘটনার কবলে পড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উদ্ধারকার্যে ছুটে আসে স্থানীয় পুলিশ।

সূত্র আরো জানিয়েছে, দুই ফুটবলার প্যাট্রিসিয়া তোরাঞ্জো এবং দিয়েগো মেন্ডোজা বেশ চোট পেয়েছেন। তাৎক্ষণিক তাদের হাসপাতালে নেয়া হয়। বাকিরাও কম-বেশি চোট পেয়েছন। তবে তাদের চোট তেমন গুরুতর নয়।

অ্যাটলেটিকো হুরাকেনের ফরোয়ার্ড র‌্যামোন আবিলা বলেন, ‘ব্রেকটা কাজ করছিল না। এমনকি গিয়ারবক্সও ভেঙে যায়। আমরা কয়েকজন হুড়মুড় করে গাড়ি থেকে নামার চেষ্টা করেছিলাম। বাসটি তখন পেছনে দিকে ছুটতে থাকে। চালক গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। যদি এই কাজটি কিছুটা হলেও না করতে পারত, তাহলে আমরা বড় দুর্ঘটনারই শিকার হতাম।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া