adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেন্দ্র সিং ধোনি আগামী বিশ্বকাপ দলে থাকছেন

DHONIস্পোর্টস ডেস্ক : আগামী বিশ্বকাপ পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির জায়গা পাকা ভারতের ওয়ান ডে দলে। শনিবার সন্ধ্যায় দণি আফ্রিকায় ওয়ান ডে সিরিজের দল ঘোষণার সময় এই কথা বলেছেন দেশটির নির্বাচকদের প্রধান এমএসকে প্রসাদ।
ধোনিকে বিশ্বকাপে খেলানো উচিত হবে কি না, এই নিয়ে ক্রিকেট মহলে অনেক দিন ধরেই বিতর্ক চলছে। কোনও কোনও সাবেক ক্রিকেটার বলেছিলেন, নতুন মুখদের এই সময় সুযোগ দেওয়া উচিত। কিন্তু শনিবারের পরে পরিষ্কার, ধোনির ভাগ্য নিয়ে কী ভাবছেন নির্বাচকেরা।
ধোনিকে নিয়ে প্রসাদ আরও বলেন, ‘ধোনিই এই ফর্ম্যাটে সেরা কিপার। চলতি সিরিজে ও এমন কতগুলো স্টাম্পিং করেছে আর ক্যাচ নিয়েছে, যা দেখে আমরা প্রায় ঠিক করেই ফেলেছি, বিশ্বকাপ পর্যন্ত ও-ই দলে থাকবে। কয়েকজন তরুণ কিপারকে পরখ করে দেখা হয়েছে। ধোনির ধারে-কাছে কেউ নেই। সত্যি বলতে অন্যরা এখনও সেই জায়গায় যেতে পারেনি।

ধোনির বিশ্বকাপ ভাগ্য উজ্জ্বল হলেও আর দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কিন্তু বড় প্রশ্ন থেকেই গেল। অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। দণি আফ্রিকা সফরে এই দু’জনকে দলে রাখা হয়নি। বরং সেই কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহালের ওপরই ভরসা রাখলেন নির্বাচকেরা।

এ দিকে ওয়ান ডে দলে ফিরেছেন মোহম্মদ শামি। টেস্ট সিরিজের পরেও তাকে দণি আফ্রিকায় থাকতে হবে। তবে নেই উমেশ যাদব। মুম্বই পেসার শার্দূল ঠাকুরকে এই দলে নেওয়া হয়েছে। রানে থাকা কে এল রাহুলকে দলে নেওয়া হয়নি। কিন্তু ডিসেম্বরের শুরু থেকে চোট পেয়ে মাঠের বাইরে থাকা কেদার যাদব রয়েছেন দলে। তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারও আছেন ১৭ জনের এই দলে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ধোনির সঙ্গে দলে থাকছেন দীনেশ কার্তিক।

ভারতের ওয়ান ডে দল : কোহালি, রোহিত, ধবন, রাহানে, শ্রেয়স, মণীশ, কেদার, কার্তিক, ধোনি, অর, চহাল, কুলদীপ, বুমরা, ভুবনেশ্বর, হার্দিক, শামি, শার্দূল। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া