adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাতালোনিয়ায় বিক্ষোভ -৮ মন্ত্রী রিমান্ডে

KATALANআন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে কাতালোনিয়ার বরখাস্ত হওয়া আট মন্ত্রীকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ নভেম্বর) কাতালোনিয়ার ৯ নেতা স্পেনের একটি আদালতে হাজির হন। তাদের মধ্যে সাবেক বাণিজ্যমন্ত্রী স্যান্টি ভিয়াকে জামিন দেন বিচারক। গত শুক্রবার কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণার জন্য ভোটাভুটি শুরুর আগে তিনি পদত্যাগ করেন। বাকি আট নেতাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

নেতারা হলেন- সাবেক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ওরিয়ল জাঙ্কুয়ার্স, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফোর্ন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী রা এল রোমিভা, সাবেক বিচারমন্ত্রী কার্লোস মুন্ড, সাবেক শ্রমমন্ত্রী ডলাস বাস্সা, সাবেক সরকারি প্রেসিডেন্সি কাউন্সিলর জর্ডি তুরুল, সাবেক উন্নয়ন বিষয়কমন্ত্রী জোসেপ রুল ও সাবেক সংস্কৃতিমন্ত্রী মেরিটেক্সেল বোরাস। 

এদিকে, দেশ ছেড়ে বেলজিয়ামে অবস্থান নেওয়া কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনের এদিন আদালতে হাজির হননি। তার বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন সরকারি কৌঁসুলিরা। একইসঙ্গে, সমন জারির পরও আদালতে হাজির না হওয়া আরও চার মন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করা হয়।

তবে বেলজিয়াম থেকে পুজেমনের আইনজীবী বলেছেন, স্পেনের পরিবেশ এ মুহূর্তে ভালো নয়। তাঁর মক্কেল কিছুটা দূরত্ব বজায় রাখতে চান। কিন্তু তিনি আদালতকে সহযোগিতা করবেন।

এদিকে আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে হাজারো মানুষ বার্সেলোনার রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্পেন থেকে স্বাধীন হওয়ার ডাক দিয়ে গণভোটের আয়োজন করে কাতালোনিয়ার আঞ্চলিক সরকার। আর এই গণভোটকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাতালোনিয়ার নেতা কার্লোস পুজেমনসহ তার সরকারের ১৯ সদস্যের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

কাতালোনিয়ার বাতিল হওয়া সরকারের সদস্যদের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিদের দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ প্রমাণিত হলে ১৫ থেকে ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া